রংপুরে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর এর স্মারকলিপি পেশ


এস. এ লিটন 


বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহারের দাবিতে বুধবার সকাল ১১টায় সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট রংপুর জেলা শাখার  উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও জেলাা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হয়। কাচারী বাজার চত্বরে সংগঠনের জেলা আহবায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু’র সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বাসদ (মার্কসবাদী) জেলাা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, ভুক্তভোগী কৃষক এরশাদ আলী, আবুল কাশেম, মোজাফফর হোসেন, এরশাদ মিয়া প্রমুখ।
নেতৃবৃন্দ, রংপুর সিটি কর্পোরেশন এলাকায় শতক প্রতি বার্ষিক ৫০% টাকা হারে বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহার, কৃষি এলাকার হাট-বাজারগুলিতে বাণিজ্যিক রেটে শতক প্রতি বার্ষিক ভূমি উন্নয়ন কর ২৫০/- টাকা আদায় বন্ধ, কৃষি জমির ক্ষেত্রে ইউনিয়ন, পৌর বা সিটি এলাকার ব্যবধান রহিত, ২৫ বিঘা পর্যন্ত কৃষি জমির উন্নয়ন কর মওকুফের পূর্বের সরকারি ঘোষণা বাস্তবায়ন এবং সিটি এলাকায় টিআর, কাবিখা, কর্মসৃজন চালু করার জন্য জোর দাবি জানান। পরে জেলা প্রশাসকের নিকট উ্েল্লখিত দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7998652126807695375

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item