নীলফামারীতে অবৈধ গরু ছাগলের হাট উচ্ছেদ


ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী,১৬ এপ্রিল॥


জোড়পূর্বক গরু ছাগলের অবৈধ হাট স্থাপনকে কেন্দ্র করে নীলফামারী সদরের পলাশবাড়িতে চরম উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার দুপুরে ওই গরুছাগলের হাটটি  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলীর নেতৃত্বে পুলিশ উচ্ছেদ করে দেয়। 

অভিযোগে বলা হয় নীলফামারী পৌরসভার গরু ছাগলের হাটটি নিলামে পেতে ব্যর্থ হয়ে পৌরসভার দুই নম্বর ওয়াডের কাউন্সিলার সামছুল হক সরকারি কোন অনুমোদন ছাড়াই  সদরের পলাশবাড়ি নামক স্থানে নিজেই একটি গরু ছাগলের হাট স্থাপন করে বিভিন্ন স্থানে মাইকযোগে প্রচারনা চালায়।
পলাশবাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তপন কুমার রায় জানান ইউনিয়নের একটি হাট পূর্বেই রয়েছে। সেখানে আরেকটি হাটের প্রয়োজন নেই। সেখানে প্রভাবশালী এত ব্যাক্তি শনিবার দুপুরে সেখানে অবৈধভাবে ওই হাট স্থাপন করে।
এদিকে খবর পেয়ে প্রশাসনের পক্ষে তা উচ্ছেদ করা হয়েছে বলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।#

পুরোনো সংবাদ

নীলফামারী 3775465730597815997

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item