ডোমার অজ্ঞাত বৃদ্ধার লাশের দাফন স¤পন্ন

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামরী ডোমারে অজ্ঞাত বৃদ্ধার লাশের দাফন স¤পন্ন করেছে পুলিশ। ২২এপ্রিল শুক্রবার বাদ মাগরিব ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে সেখানেই দাফন করা হয়। ২১এপ্রিল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএক অটো চালক ৬০উর্দ্ধ অসুস্থ্যএই বৃদ্ধাকে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে তাকে রেখে অটো চালক পালিয়ে যায়। দির্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোন পরিচয় না মেলায় হাসপাতাল কর্তৃপক্ষ  লাশটি পুলিশে হস্তান্তর করে। ডোমার থানা পুলিশ লাশের সুরতাহাল ও ময়না তদন্ত শেষে বেওয়ারীশ লাশ হিসাবে দাফন স¤পন্ন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রায়হান বারি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে এক অটো চালক হাসপাতালের জরুরি বিভাগে ওই বৃদ্ধাকে চিকিৎসার জন্য নিয়ে আসে। বৃদ্ধাটি অটোতে উঠতে গিয়ে রাস্তায় পড়ে গিয়েছিল বলে অটো চালক তাকে জানিয়েছেন। বৃদ্ধার পরনে কালো বোরখা ও  তার সাথে একটি ব্যগে রাখা কাপড়, কিছু জিলাপি, চলতি বছরের ৯ ফেব্রুয়ারী তারিখে নীলফামারী সিভিল সার্জন্ট ডাঃ আব্দুর রশিদের দেওয়া একটি চিকিসাপত্র পাওয়া গেছে। চিকিৎসা পত্রে রাবেয়া নাম রয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 7205323562919061834

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item