ডোমারের কেতকীবাড়ী ইউনিয়নে কর ও কর ন্যায্যতা শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধিঃ

 বুধবার (২১ এপ্রিল) বিকেলে নীলফামারীর  ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন একটিভিসটা এর আয়োজনে কর ও কর ন্যায্যতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শিক্ষক উদ্দোক্তা আব্দুল কাদের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,কেতকীবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক দিপু।বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,ইউ,পি সদস্য মোখলেছার রহমান,সুশীল সমাজের প্রতিনিধি আনারুল ইসলাম, শিক্ষক সমাজের প্রতিনিধি মশিউর রহমান।এছাড়া একটিভিসটা ও যুব প্রজ্জ্বলনের সদস্য বৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রধান অতিথী তার বক্তব্যে বলেন,“যদিও কর সম্পর্কে ভালো জানিনা তবে বিশ্বাস করি আমরা কর দেই আর সেই টাকা সরকারের রাজস্বে জমা হয়,দেশের কাজে ব্যাবহার হয়।আমাদের উচিত কর দেওয়া।”তিনি যোগ করেন,“আমি ওয়াদা করছি ইউনিয়নের সকল কর আদায়ে সচেষ্ঠ থাকবো।” সুশীল সমাজের প্রতিনিধি আনারুল ইসলাম বলেন,“সরকার উন্নয়ন করতে চাইলেও লক্ষ্যমাত্রায় কর আদায় না হওয়ায় অনেক জনগুরুত্বপূর্ন কাজ মাঝপথে থেমে যায়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাদি। তিনি বলেন,“কর ন্যায্যতা বিষয়ে সরকার ভাবলে চলবেনা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদেরকেও ভাবতে হবে।কর সুসম বন্টন ও সমানুপাতিক হারে এর উন্নয়ন নিশ্চিত করতে হবে।” ,ইউ,পি সদস্য মোখলেছার রহমান প্রশ্ন রাখেন “আমরা কর দিলেও সরকারের সেবা পেতে কেন টাকা দিতে হয়?”উত্তরে শিক্ষক সমাজের প্রতিনিধি মশিউর রহমান বলেন,“উন্নয়ন যেমন দরকার তেমনি জবাবদিহীতাও দরকার।কর বিষয়ে জবাবদিহীতা নিশ্চিত করা গেলে অনিয়ম কমবে।”

পুরোনো সংবাদ

নীলফামারী 135031562687211225

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item