পাগলাপীরে সোনালী আঁশ পাট ব্যাপকভাবে চাষাবাদ করছে কৃষক

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরে ক্ষুদ্র বর্গা সহ প্রান্তিক কৃষকরা শস্য জমিতে ব্যাপকভাবে চাষাবাদ করছে সোনালী আাঁশ পাট। ফলে অঞ্চল জুড়ে চাষাবাদী জমিতে বিরাজ করছে সোনালী পাটের সমারোহ। জানাগেছে সোনালী আঁশ পাটের আবারো সুদিন ফিরে এসেছে। অথচ পাট অর্থকরী ফসল হিসেবে একটা সময়ে পাগলাপীর সহ দেশের প্রান্তিক কৃষক জমিতে সোনালী আাঁশ পাট চাষাবাদ করে অনেক বৈদেশিক অর্থ উপার্জন করেছেন। কিন্তু কালক্রমে বিগত সরকারগুলির বিমাতা বৈষম্য আচরণে দিন দিন সোনালী আঁশ পাট কৃষকের গলার ফাঁস হয়ে দাঁড়িয়ে যাওয়ায় অঞ্চলে চাষাবাদ প্রায় বন্ধের উপক্রম হয়ে পড়েছিল। তাই বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের নানা মুখী উদ্যোগ গ্রহন করায় সোনালী আাঁশ পাটের আবারো ফিরে এসেছে সুদিন। ফলে চলতি মৌসুমে পাগলাপীর অঞ্চলে কৃষকরা  নব উদ্যমে জমিতে চাষাবাদ করেছেন সোনালী আাঁশ পাটের। এদিকে অঞ্চলের কৃষকরা জানান, এক দোন (২৫ শতাংশ) জমিতে পাট চাষাবাদ করতে খরচ পড়ে প্রায় ৫ হাজার টাকা। ফসল ভাল হলে ন্যুনতম ৫/৮ মণ ফলে। গত বছর অঞ্চলের কৃষকরা হাটবাজারে ১২ শত থেকে ১৬ শ টাকা মণ দরে বিক্রি করেছিলেন সোনালী আাঁশ পাট।  এবারো কৃষকরা আশা করছেন পাটের মূল্য গতবারের চেয়ে এবার একটু বৃদ্ধি পাবে।

পুরোনো সংবাদ

রংপুর 7582324419133510317

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item