সমালোচনার মুখে পদত্যাগ করলো বেরোবির দুই সহকারী প্রক্টর

মাহফুজুল ইসলাম বকুল,বেরোবি সংবাদদাতা:


দায়িত্বে অবহেলার অভিযোগের  মুখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের  প্রক্টোরিয়াল বডি থেকে পদত্যাগ করেছেন  দুই সহকারী প্রক্টর। বিশ্ববিদ্যালয়ের  সহকারী প্রক্টর  পরিসংখ্যান বিভাগের শিক্ষক সিরাজ-উদ-দৌলা এবং ভুগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সুবরণ চন্দ্র সরকার গত  রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়  রেজিস্ট্রার ইবরাহীম কবীর বরাবর তাঁরা এই পদত্যাগ পত্র প্রদান করেন।
পদত্যাগের কারণ হিসেবে তাঁরা জানান,  কয়েকদিন আগে একটি জাতীয় দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে, আমরা  প্রক্টরশীপের কোন দ্বায়িত্ব পালন না করেও সুবিধা নিচ্ছি । তাঁরা অভিযোগ করেন,  প্রতিবেদনে প্রক্টরও এই অভিযোগের পক্ষ্যে বক্তব্য দিয়েছেন। এর পর থেকে নানান সমালোচনা শুরু হয়েছে। যার ফলে আমরা পদত্যাগ পত্র জমা দিয়েছি।
পদত্যাগ পত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইবরাহীম কবীর জানান , গতকাল দুই শিক্ষক পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে তা গ্রহণ করা হবে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত  কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুর রহমান জানান , আমাকে এখন পর্যন্ত বিষয়টি সম্পর্কে কিছু জানানো হয়নি।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7953804276482377104

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item