এশিয়া কাপ টি-২০-বাংলাদেশের কাছে পাকিস্তান হেরে যাওয়ায় কম্পিউটার মনিটর ভাংচুর

মো. জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি-

এশিয়া কাপ টি-২০ ক্রিকেট খেলায় বাংলাদেশের কাছে পাকিস্তান হেরে যাওয়ায় কম্পিউটার মনিটর ভাংচুর করেছে রাজু নামের এক পাকিস্তানী সাপোর্টার। গত ২ মার্চ রাতে এ ঘটনা ঘটেছে সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া এলাকায় ডা. দিলআফরোজার বাড়ি সংলগ্ন।
জানা যায়, বাংলাদেশের চলমান এশিয়া কাপ টি-২০ খেলায় গত ২ মার্চ বাংলাদেশের মুখোমুখি হয় পাকিস্তান। এ খেলায় পাকিস্তান প্রথম ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে করে ১২৯ রান। জবাবে বাংলাদেশ ১৯ ওভারে করে ১৩১ রান।
পাকিস্তানের সাথে ক্রিকেট খেলায় জেতায় সারাদেশে যখন আনন্দের বন্যা বইছিল, ঠিক সেই সময় সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার ডা. দিল আফরোজার রুবেল হোটেলে ক্রিকেট খেলা দেখতে গিয়ে পাকিস্তান ক্রিকেট দল হেরে যাওয়ায় কম্পিউটার মনিটর ভেঙ্গে ফেলে রাজু নামের এক যুবক।
সূত্র জানায়, শুধু শহরের নতুন বাবুপাড়াতেই নয় শহরের আধুনিক প্লাজা মার্কেটেও একই ঘটনা ঘটে। পাকিস্তানী ক্রিকেট খেলোয়াররা আউট হওয়ার সময় বাংলাদেশী সাপোর্টাররা হাতে হাতে তালি দেয়ার সময় পাকিস্তানী এক সাপোর্টার প্তি হয়ে শুরু করে দেয় মারডাং। পরবর্তীতে ওই মার্কেটের ব্যবসা প্রধানরা দুই পকে হাতে হাত মিলিয়ে দেয়। ওই সূত্রটি আরও বলেন, সৈয়দপুর শহরে যেসব উর্দুভাষী বসবাস করেন তাদের সিংহভাগই হল পাকিস্তানী সাপোর্টার। যখন পাকিস্তানের কাছে বাংলাদেশের খেলোয়াররা আউট হচ্ছিল তখন যারা চকলেট বম্ব ফুটিয়েছে তারাই পরবর্তীতে বাংলাদেশের প নিয়ে বিজয়ের শ্লোগান দেয়। এরা মুখে যতই বাংলাদেশের পে কথা বলুক না কেন। বাস্তবে তারা সবাই পাকিস্তানী ক্রিকেট দলের সাপোর্টার বলে মন্তব্য করেন সূত্রটি।
তবে রাজু নামের যুবকটি বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন, কম্পিউটার মনিটরটি ভাঙ্গা হয়নি। বাংলাদেশের পে আনন্দের র‌্যালিতে সামিল হওয়ার সময় হাত থেকে পড়ে গিয়ে মনিটরটি ভেঙ্গে গিয়েছে। ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশী ক্রিকেট দলের সাপোর্টাররা।

পুরোনো সংবাদ

নীলফামারী 7109961344067485813

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item