পাগলাপীর বন্দরে বিটের দু’ধারে বৈদ্যুতিক ব্যবস্থানা থাকায় অহরহ দুর্ঘটনা।

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে বিশ্বরোডের মাঝ পথের বিটের দু’ধারে স্থায়ীভাবে বৈদ্যুতিক ব্যবস্থা না থাকায় সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে। গত ৩ মাসে অর্ধশতাধিক দুর্ঘটনায় প্রায় শতাধিক বিভিন্ন যানবাহনের চালক হেলপার যাত্রী পথচারী সহ সাধারণ মানুষজন গুরুতর আহত ও জখম হয়েছে। ফলে পাগলাপীর বাসী আশঙ্কা করছেন বিটের দু”ধারে বৈদ্যুতিক না থাকার দরুণে যেকোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনায় প্রাণ হানি ঘটতে পারে। ইতিপুর্বে এ সংক্রান্ত রিপোর্ট জাতীয় স্থানীয় পত্র-পত্রিকায় বহুবার প্রকাশিত হলেও প্রশাসনের টনক না পড়ায় এ নিয়ে পাগলাপীরে সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠছে। জানাগেছে পাগলাপীর বন্দরটি পঞ্চ রাস্তার মোড় ওযোগাযোগের কেন্দ্রস্থল হওয়ার সুবাদে প্রত্যহ লক্ষাধিক মানুষের পদচারণা ঘটে। তাই পথচারী সহ ভুক্তভোগী পাগলাপীরবাসীকে বিভিন্ন যানবাহনে দুর্ঘটনার কবল থেকে রক্ষায় দু’যুগ পুর্বে বিশ্বরোডের মাঝপথে একটি বিট স্থাপন করা হয়। বিটটি স্থাপনের পর থেকে বিশেষ করে রাত্রি বেলায় বিভিন্ন দুরপাল¬ার বাস কোর্স ট্রাক সহ নানা যানবাহন গাড়ী বিটের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হচ্ছে। এ ব্যাপারে পাগলাপীরের বিভিন্ন মহল দুর্ঘটনার হাত থেকে রক্ষায় বিটের দু’ধারে বৈদ্যুতিক ব্যবস্থা গ্রহনের জন্য সংশি¬ষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 7835626412372240829

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item