নীলফামারীতে স্বাস্থ্য সহকারীদের সংবাদ সম্মেলন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১১ মার্চ॥
বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসসিয়েশন এর কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে স্বাস্থ্য সহকারীদের পদ মর্যাদা ও বেতন বৈষম্য নিরসনের দাবীতে নীলফামারীতে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ( ১১ মার্চ) সকাল ১০টায় জেলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সংবাদ সম্মেলনে জেলার ২৩৮ জন কর্মরত স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসসিয়েশন নীলফামারী জেলা কমিটির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে লিখিত বক্তব্য তুলে ধরেন কমিটির সাধারন সম্পাদক আতাউর রহমান। তিনি বলেন দীর্ঘদিন থেকে স্বাস্থ্য সহকারীরা টেকনিক্যাল পদমর্যাদার দাবী করে আসলেও সরকার তা বাস্তবায়ন না করায় পদমর্যাদা সহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছে। কৃষি ও প্রানী সম্পদ বিভাগের কর্মীদের যে হারে পদমর্যাদা সহ বেতন বৃদ্ধি করা করা হয়েছে তার বিন্দুমাত্র স্বাস্থ্য সহকারীদের জন্য করা হয়নি। অথচ মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের কারনেই টিকাদান কর্মসুচিতে বিশ্বের প্রথম স্থান পেয়েছে বাংলাদেশ। স্বাস্থ্য সেবার মডেল হিসাবে বাংলাদেশ পেয়েছে সাউথ সাউথ এ্যাওয়ার্ড সহ বিভিন্ন পুরস্কার।
তাই চলতি মাসের ৩১ মার্চের মধ্যে স্বাস্থ্য সহকারিদের দাবি বাস্তবায়ন করা না হলে পহেলা এপ্রিল থেকে আন্দোলন গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম ও মহিলা বিষয় সম্পাদিকা মিনকিস নাহার সেবা।
সুত্র নীলফামারীর ন্যায় একযোগে একই দাবিতে দেশের ৬৪ জেলার ২০ হাজার ৮৮৬ জন স্বাস্থ্যকর্মী সংবাদ সম্মেলনে অংশ নিয়েছে।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 5034977892238483420

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item