ডোমারে অগ্নিকান্ডে ১০টি ঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারী ডোমারে দুর্যোগ প্রস্তুতি দিবসের রাতে অগ্নিকান্ডে ১০টি ঘড় পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি। ঘটনাটি ঘটেছে, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মাহিগঞ্জ এলাকার ঝাকুয়াটারী গ্রামে। সরেজমিনে যানাযায়, ১০মার্চ বৃহস্পতিবার রাতে প্রতিবেশী রমেশ মাষ্টারের কনের বিয়ে বাড়িতে সবাই ব্যস্ত। হঠাৎ পার্শ্বের বাড়িতে আগুন দেখতে পায়। নিমিশেই আগুনের লেলিহান শিখা উপরে উঠতে থাকে। ফায়ার সার্ভিসে খবর দিলে  তারা আসার পূর্বেই ৪টি পরিবারের মোট ১০টি ঘর, ধান, চাল, ফ্যান, নগদ অর্থ, ঘরের আসবার পত্র, হাঁস মুরগী ও ছাগল  পুড়ে ছাই হয়ে যায়। বিনয় চন্দ্রের ৩টি, আশা ধনের ৩টি, গোপালের ২টি ও ওমিলা বেওয়ার ২টি শোয়ার ঘড় ও রান্না ঘড় সহ মোট ১০টি ঘড় ভুস্মিভুত হয়।৬টি ছাগল, ২০টি হাঁস মুরগি মারা যায়, ৫টি গরু ও ৪টি ছাগল দগ্ধ হয়। ছুটো ছুটি করে এসব বের করতে গেলে ২জন গুরুতর আহত হয়। বিনয় চন্দ্রের  ঘরে বিদ্যুতের সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে বলে তারা জানান। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১২লক্ষাধিক হবে বলে ধারনা করা হয়।সরকারী বে-সরকারী ভাবে কোন প্রকার সহযোগিতা না পাওয়ায় নারী পুরুষ শিশু বৃদ্ধ সহ সবাই অনাহারে খোলা আকাশের নিচে বসবাস করছে। ক্ষতিগ্রস্থ পরিবারের লোকেরা কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করেন।  

পুরোনো সংবাদ

নীলফামারী 7957094943638192728

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item