জলঢাকায় বোরোর ফলনে সবুজের সমারোহ

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধি :

নীলফামারীর জলঢাকা উপজেলায় কৃষকরা এবার অধিক পরিমান জমিতে বোরো চাষ করে নিজের ভাগ্য পরিবর্তন করতে কৃষি উৎপাদনে দিচ্ছে প্রচন্ড কায়িক শ্রম। পৌরসভাসহ ১১টি ইউনিয়নে এবারে বোরোর আবাদ হয়েছে ১৪ হাজার ১ শত ৫০ হেক্টর। যার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১৪ হাজার তা ছাড়িয়ে গেছে। বোরোর উপরে ৪টি মাঠ দিবস পালন করা হয়েছে সরকারের নির্দেশনা অনুযায়ী নতুন নতুন কৃষি প্রযুক্তি উন্নত মানের উপশি ধানের জাতের সম্প্রসারন সহায়তা করছেন চাষীকে উপজেলা কৃষি অফিস। ১ বিঘা জমিতে কৃষিদপ্তর থেকে প্রায় ২ হাজার টাকার সার বীজ ও কিটনাশক দেওয়া হয়। উন্নত ধানের চাষ ফলনে ৫৮/৫০ এগিয়ে রয়েছে। উপজেলা কৃষিবিদ বি সি এম শাহ মোঃ মাহফুজুল হক বলেন আমাদের ব¬ক সুপারভাইজাররা নিত্যদিন কৃষকদের উৎপাদনে উন্নতশীল করতে প্রতিদিনেই পরামর্শ প্রদান করছেন। এমনকি কৃষি বিপ¬বে জলঢাকা এতটাই এগিয়ে যে ভরা শুকনো মৌসুমে খাল বিল শুকিয়ে গেছে সেখানেও ধান ভুট্টা ও চাষ চলছে। নিরুৎসাহিত ফসল তামাক এখান শোভা পাচ্ছে ভরা নদীর খালে। এইচ ৮টি ক্যানেলে অনেকেই তামাকের আবাদ করেছেন লাভ্যাংশের আশায় কৃষি সম্প্রসারন কর্মকর্তা আজিজুর রহমান বলেন উৎপাদনের ক্ষেত্রে আমাদের কৃষি বিভাগ চাষীদের উন্নত ফলনশীল চাষের প্রশিক্ষণসহ মাঠ পর্যায়ে আমরা দেখভাল করছি। 

পুরোনো সংবাদ

নীলফামারী 8162183022152784819

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item