চিলাহাটিতে ১৯৭১ সালের বধ্যভূমির সাইনবোর্ড উচ্ছেদ

এ.আই পলাশ, চিলাহাটি, নীলফামারী প্রতিনিধি ঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় সংলগ্ন ১৯৭১ সালের বদ্ধ ভূমির স্থানটি চিহ্নিত করে ডোমার ডিমলার মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার গত ২০১৪ সালের ১৮ ডিসেম্বর একটি সাইনবোর্ড লাগিয়ে বদ্ধ ভূমির স্থানটিকে সনাক্ত করে রাখেন। এরই মধ্যে উক্ত এলাকার আতা মিস্ত্রী নামের এক ব্যক্তি সাইনবোর্ডটি রাতের আধারে সরিয়ে ফেলে উক্ত বদ্ধভুমির স্থানটি দখল করে কলাগাছ রোপন করে। ঘটনাটি প্রকাশের পর এলাকার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা সাইবোর্ড উদ্ধারসহ উক্ত ব্যক্তির নামে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে গত ১৮ই মার্চ ২০১৬ইং বিকেলের দিকে স্থানীয় ব্যক্তিবর্গ ও মুক্তিযোদ্ধা এবং সন্তান কমান্ডের সামনে আতা মিস্ত্রী তার দোষ স্বীকার করে পুনরায় সেই বদ্ধ ভূমির স্থানে সাইনবোর্ডটি ঝুলিয়ে দেন এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী, ভোগডাবুড়ী ইউনিয়ন কমান্ড বীরমুক্তিযোদ্ধা আব্দু জব্বার কানু, মোতালেব হোসেন, নাজমুল হক, সন্তান কমান্ডের সদস্য সচিব একে এম শাহাদৎ হোসেন শহীদ পরিবারের সন্তান ইউপি সদস্য সহিদুল হোসেন লিটন, ইউপি সদস্য এটিএম জাফর সিদ্দিকত লুলু। অপরদিকে ভোগডাবুড়ী ই্উনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দু জব্বার কানু বলেন,চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যানিজিং কমিটির সভাপতির উদ্দেশ্যে বলেন এই বধ্যভূমিতে প্রবেশের একটু রাস্তা যদি স্কুল কর্তৃপক্ষ প্রদান করে তাহলে এই বধ্যভূমিতে জাতীয় দিবস গুলো পালন করা সম্ভব হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 2863207713863334162

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item