আজ রোববার রংপুর হারাগাছ পৌরসভার নির্বাচন

হাজী মারুফঃ

রংপুরের কাউনিয়া উপজেলর হারাগাছ পৌর নির্বাচন আজ রোববার।  বিড়ি শিল্পখ্যাত হারাগাছ পৌরসভায় দলীয় প্রতীকে প্রথমবার মেয়র নির্বাচন । দলীয় প্রতীকে নির্বাচনে জাতীয় পার্টির দূর্গে তাদের কোন প্রার্থী নেই।জাতীয় পার্টির দূর্গে তাদের কোন প্রার্থী না থাকলেও রয়েছে আওয়ামী লীগ-বিএনপি, ইসলামী আন্দোলনের প্রার্থী। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় ভিন্নরকম আমেজ ভোটারদের মধ্যে।এলাকাবাসীরা বলছেন, যারা যোগ্য প্রার্থী এবং এলাকার উন্নয়ন করবে তাদেরকে ভোট দিবেন।আওয়ামী লীগ প্রার্থী হাকিবুর রহমান মাষ্টার নৌকা এবং বিএনপি প্রার্থী মোনায়েম হোসেন ফার“ক ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দিনরাত এক করে নানা প্রতিশ্র“তি নিয়ে তারা ছুেটছেন ভোটারদের দ্বারে দ্বারে। হারাগাছ পৌরসভার বিএনপি মেয়র প্রার্থী মোনায়েম হোসেন ফার“ক বলেন, কোন প্রকার দলীয় প্রভাব যদি না থাকে তাহলে শতভাগ নিশ্চিত যে জয় আমাদের হবে। হারাগাছ পৌরসভার আওয়ামী লীগ মেয়র প্রার্থী হাকিবুর রহমান মাষ্টার বলেন, সমর্থকদের দেখে বুঝা যায় আমার জয় সুনিশ্চিত।ওদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী জাহিদ হোসেনকে খুব একটা মাঠে দেখা না গেলেও আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়া বিদায়ী মেয়র সাদাকাত হোসেন ঝন্টু আবারো জয়ের টার্গেট নিয়ে চষে বেড়া”েছন নির্বাচনী মাঠ।স্বতন্ত্র মেয়র প্রার্থী সাদাকাত হোসেন ঝন্টু বলেন, জনগণ হলো সকল ক্ষমতা উৎস। জনগণ ভোটের দিন দেখিয়ে দিবে তাদের ক্ষমতা।থেমে নেই কাউন্সিলর প্রার্থীরাও। তারা বলছেন নির্বাচিত হলে জনগণের উন্নয়ন করবে। জেলা নির্বাচন কার্যালয় সূত্র মতে, হারাগাছ পৌরসভায় মোট ভোটার ৪৬ হাজার ২০৫ জন। এর মধ্যে পুর“ষ ভোটার ২২ হাজার ২৮৭ এবং নারী ভোটার রয়েছেন ২৩ হাজার ৯১৮ জন। মোট ২০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।১৯৮৯ সালে প্রতিষ্ঠিত ১৬ কিলোমিটার এলাকা জুড়ে হারাগাছ পৌরসভার। উপজেলা নির্বাচন কমিশনর ব্যপক প্র¯‘তি হাতে নিয়েছে গতকাল শনিবার বেলা ১টায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ব্যানেট বাক্য্র ও পেপার পিজাটিং অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। রংপুরে প্রশাসক সর্বক্ষণ র‌্যাব, বর্ডার গার্র্ড পুলিশ ও আনসার টহলরত রয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 7821016354629101303

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item