নতুন দল করবেন জিয়ার ভাই

ডেস্ক:
নতুন দল করার ঘোষণা দিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোটভাই আহমেদ কামাল।

তবে সম্ভাব্য এই নতুন দলটির আত্মপ্রকাশ করতে অন্তত এক বছর সময় লাগবে। এ নিয়ে এ মুহুর্তে কোনও চূড়ান্ত সিদ্ধান্তও নেই বলে জানিয়েছেন তিনি।

শনিবার বিকালে সব কথা জানিয়েছেন আহমেদ কামাল। তিনি আরও বলেন, আমি তো সবে মাঠে নেমেছি। একটু নড়াচড়া করছি।

নতুন দল করার প্রসঙ্গে আহমেদ কামাল বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ, বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক নিয়ে আমি আসবো। আমি ডাক দেবো।

তিনি মনে করেন, দেশে অরাজকতা চলছে। এই অরাজকতা বন্ধে নতুন দলের মাধ্যমে জনগণের সামনে হাজির হবেন আহমেদ কামাল ।

এর আগে শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে ‘শহীদ জিয়ার আদর্শ ও বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধার’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আহমেদ কামাল । সেখানে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দল তো করবই, সে জন্যই তো এসেছি।’ সাংবাদিকদের প্রশ্নে উত্তরে তিনি এও বলেন, ‘যখন করব তখন আপনাদের ডাকবো।’

আলাপকালে আহমেদ কামাল বলেন, ‘দল তো দেরি আছে। আলোচনা করতে হবে। বছর খানেক সময় লাগবে। এ বছর হচ্ছে না।’

আপনার নতুন দলে কারা থাকবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আলোচনা শুরু হয়েছে মাত্র। দেরি আছে। এছাড়া আপনার আছেন। আপনারা সাংবাদিকরা তো আমার সঙ্গেই আছেন।’

শনিবারের সেমিনারে আলোচক হিসেবে তার সঙ্গে ছিলেন বিএনপির সংস্কারপন্থী হিসেবে পরিচিত সাবেক হুইপ আশরাফ হোসেন, দৈনিক দিনকালের সাবেক সম্পাদক কাজী সিরাজ, বিকল্পধারার সাবেক নেতা শেখ শহীদুল ইসলাম, সাবেক আইন কর্মকর্তা হোসনে আরা, আইনজীবী প্রদীপ কুমার সরকারসহ আরও অনেকে।

নতুন দলের পেছনে সরকার বা অন্য কোনও পরে সহযোগিতা আছে কীনা, এমন প্রশ্নে আহমেদ কামাল বলেন, ‘এটা তো বিএনপির গাত্রদাহ। দুষ্টু লোকেরা বলে বেড়ায়। আমি মাঠে নামলে তো তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। আমি তো জামায়াতমার্কা বিএনপি করবো না। প্রকৃত অর্থে ন্যাশনালিস্ট পার্টি করব। এখন তো কোনও কিছুই ঘটেনি। আমার গ্রহণযোগ্যতা তো এখনও প্রমাণ করা বাকি আছে ।পুরোপুরি মাঠে নামলে মানুষ আসবে।’

১৯ মার্চ কোনও কর্মসূচি রেখেছেন কী না—এমন প্রশ্নে কামাল আহমেদ বলেন,‘না না, ওইদিন তো বিএনপির কাউন্সিল। আমি আরও পরে আসবো।’

এদিকে সেমিনারে লিখিত বক্তব্যে আহমেদ কামাল বলেন, ‘বিএনপির বর্তমান নাজুক অবস্থা দেখে কিছু কথা না বলে পারছি না। মাঝে মাঝে দুঃখ হয় যখন দেখি, আমার ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে আদর্শ-নীতির সঙ্গে বিএনপির অনেক কর্মকাণ্ডের এখন মিল নেই। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে এখন বিতর্ক সৃষ্টি করা মোটেই সঠিক নয় বলে আমি মনে করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে।’

আহমেদ কামাল আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল ও স্বাধীনতাবিরোধী চক্রের ষড়যন্ত্রের শিকার হয়ে বিএনপির নেতৃত্ব এবং বিএনপির চেয়ারপারসনকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টা করছে। তাঁরা চেয়ারপারসনকে ভুল পরামর্শ ও তথ্য দিয়ে অন্ধকারে রাখতে চান। এ চক্রের ভুলের কারণে জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী দলের ত্যাগী ও প্রবীণ নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল নেতা কর্মীদের মাশুল দিতে হচ্ছে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 3318023849383600289

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item