নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে র‌্যালি,মানববন্ধন ও গণ নাটক মঞ্চায়িত

এ,আই,পলাশ,চিলাহটি প্রতিনিধি ঃ
যথেষ্ট!! আর নয়!! নারী নির্যাতন বন্ধ হোক এুনি! নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উদ্যমে উত্তরণে শতকোটি একটি সম্মিলিত প্রয়াস হিসেবে সারাদেশ ব্যাপি সামাজিক এবং নারী উন্নয়ন সংগঠন বিভিন্ন কর্মসুচি পালন করছে। নারী ও মেয়েশিশু নির্যাতন বন্ধে বিশ্ব প্রচারণার সাথে সংহতি জানাতে দক্ষিণ এশিয়াসহ আরও ১৯৬টি দেশ উদ্যমে উত্তরণে শতকোটি-র সাথে একাত্মতা প্রকাশ করেছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এবং নারীবাদী আন্দোলনকে আরও শক্তিশালী করতে বাংলাদেশের নারী ও পুরুষের প্রতিনিধিত্বে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ এগিয়ে এসেছে।তারই ধারাবাহিকতায় ১৪ ফ্রের্রুয়ারী/১৬ লোককেন্দ্র ফোরামের আয়োজনে এবং ইউএসএস ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় নারীর প্রতিসহিংসা প্রতিরোধে বিভিন্ন কর্মসুচি অনুষ্টিত হয়।কর্মসুচির মধ্যে ছিল র‌্যালি, মানববন্ধন ও গণনাটক।
সকাল ১০ঘটিকায় ইউএসএস প্রকল্প  অফিস থেকে র‌্যলিটি বের হয়ে চৌরাস্তায় হয়ে কলেজ প্রদক্ষিণ শেষে মানববন্ধন অনুষ্টিত হয়। মানব বন্ধনে কর্মসুচির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন মোছাঃ শেফালী বেগম,সভানেত্রী লোককেন্দ্র ফোরাম- চিলাহাটি এবং আরো বক্তব্য রাখেন বাবলী রানী রায় সম্পাদক লোককেন্দ্র ফোরাম- চিলাহাটি এবং একটিভিষ্টা দলের পক্ষে বক্তব্য রাখেন জনাব মোকাদ্দেশ হোসেন লিটু ও মোঃ জিকরুল ইসলাম। মানব বন্ধন শেষে স্পন্সর শিশু নাট্যদলের সদস্যগণ মঞ্চায়ন করেন নাটক দুঃখ লতা।নাটকের মাধ্যমে বাল্য বিবাহের কারণ এবং এর কুফল তুলে ধরা হয় এবং বাল্য বিবাহ সহ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সমাজের করনীয় তুলে ধরা হয় ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 5084732701313131289

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item