নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারী সহ আটক ৮

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারীঃ
সংস্কৃতিমন্ত্রী নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের গাড়ীর বহরে হামলা ও ৪ আওয়ামী লীগ নেতাকর্মী ও এক পথচারী সহ ৫জন হত্যা মামলায়  চার্জশীটভুক্ত পলাতক জেলা জামায়াতের সেক্রেটারী খায়রুল আনাম সহ জামায়াত শিবিরের ৮জন নেতাকমী আটক হয়েছে। রবিবার দুপুরে এই পলাতক আসামীরা নীলফামারীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোতাহারাত আখতার ভুঁইয়ার আদালতে আতœসমর্পন করে আইনজীবির মাধ্যমে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে সকলকে জেলহাজতে পাঠায়। এ সময় আদালত চত্বরে নিরাপক্তা ব্যবস্থা গ্রহন করা হয়। অন্যান্য আটককৃত জামায়ত শিবিরের নেতাকর্মীরা হলো মনিরুজ্জামান (২৮) ইব্রাহিম ইসলাম (৩৫) আশরাফুল (২৬),আব্দুল সালাম (৪২),আলমগীর হোসেন (৩৫),আবুল বাশার(৩৮) ও আব্দুল মালেক কাজি(৪৫)।
নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা জানান ২০১৩ সালের ১৪ ডিসেম্বর নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জহাটে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা চালায় বিএনপি ও জামায়াত শিবিরের নেতারকর্মী। ওই ঘটনায় কৃষক লীগ নেতা খুরশেদ আলম, যুবলীগ নেতা ফরহাদ হোসেন, ছাত্রলীগ নেতা মুরাদ হোসেন আওয়ামী লীগ কর্মী লেবু মিয়া ও পথচারী  সিদ্দিক গাজী সহ ৫ নিহত হয়।  ওই মামলায় ২১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করা হয়। আদালতের ২৭৬/১৩ জিআর মামলায় পুলিশ কর্তৃক ৬০ জন জামায়াত শিবির নেতাকর্মী কে গ্রেফতার করা হয় এবং ৭২ জন জামায়াত শিবির ও ৬২ জন বিএনপির নেতাকর্মী আদালতের মাধ্যমে আতœসর্মপন করে কারাগারে বন্দী রয়েছে। বাকী পলাতক ২৬ জনের মধ্যে জামায়াত শিবিরের জেলা সেক্রেটারী খায়রুল আনাম সহ  আরো আট জন নতুন করে আটক হলো। এখন পলাতক থাকলো জেলা জামায়াতের নায়েবে আমি আবু হেলাল সহ পলাতক রয়েছে ১৮ জন।# 

পুরোনো সংবাদ

নীলফামারী 7539363862971280378

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item