সরকারের এলজিএসপি-২ প্রকল্পে সৈয়দপুরের গ্রামের জলাবদ্ধতা দূরীকরণে নির্মাণ করা হল পাকা ড্রেন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২ ফেব্রুয়ারী॥

সৈয়দপুর উপজেলার  বোতলাগাড়ী ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম দক্ষিণ সোনাখুলী তহশিলদারপাড়া। অস্বচ্ছল গ্রামটিতে দুই শতাধিক পরিবারে বাস। বাসাবাড়ির ব্যবহৃত  ও বৃষ্টির পানি নিষ্কাশনের  জন্য ছিল না  কোন রকম ড্রেন বা নালা। সব সময় কাঁদাপানি লেগে থাকতো। আবার সামান্য বৃষ্টিতেই গ্রামটির বাড়িঘরের মধ্যে হাঁটুপানিতে প্লাবিত হতো। ফলে  গ্রামের ভেতর দিয়ে মানুষের চলাচলের রাস্তার গিয়ে পানি জমে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হতো। এ অবস্থায় রাস্তায়  রাস্তায় চলাচল করা ছিল একেবারে দূরূহ ব্যাপার। বিশেষ করে বর্ষার দিনে গ্রামটির মানুষ সীমাহীন দূর্ভোগের শিকার হতেন। এ অবস্থায় গ্রামটির মানুষের দুর্ভোগ লাঘবে অবশেষে নির্মান করা হলো পাকা ড্রেনেজের ব্যবস্থা। দ্বিতীয় লোকাল গর্ভমেন্ট সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) এর আওতায় ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকন্সট্রাকশন এন্ড ডেভলপমেন্ট (বিশ্বব্যাংক) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হলো। আর এটির তদারকির দায়িত্ব পালন করেছে কেয়ার বাংলাদেশের অগ্রযাত্রা (যাত্রা)। গ্রামের পানি নিস্কাশনের পাকা ড্রেনেজ ব্যবস্থা পেয়ে গ্রামবাসী আনন্দে আতœহারা হয়ে পড়েছে।
সোমবার ( ১ ফেব্রুয়ারী) বিকালে ওই গ্রামে আয়োজন করা হয়েছিল বাস্তবায়িত প্রকল্পের পর্যালোচনা সভা।  বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  ছাইদুর রহমান সরকারের  সভাপতিত্ব উপস্থিত গ্রামবাসীর সামনে বাস্তবায়িত ড্রেন নির্মাণ প্রকল্পটি উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশ এর সৈয়দপুর যাত্রা প্রজেক্টের ফিল্ড ফ্যাসিলিটেটর রিপন মন্ডল।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার  গোলাম রাব্বানী, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর আয়শা আকতার খাতুন,ইউপি সদস্য  হারুন -অর -রশিদ,  লোকমান হোসেন প্রমূখ। প্রকল্পের পর্যালোচনা সভায় বলা হয়, এলজিএসপি- ২ প্রজেক্টের আওতায় এলাকার জনসাধারণের সুবিধার্থে তহশিলদারপাড়ার প্রধান সড়কের পার্শ্বে  ১০১ মিটার দৈর্ঘ্যের ও শূন্য দশমিক ৬২৫ মিটার প্রস্থের ড্রেনেজ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। ড্রেনটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১ লাখ ৫০ হাজার টাকা।

পুরোনো সংবাদ

নীলফামারী 7981073378350951078

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item