শাফির গ্রেফতারের দাবীতে রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ

হাজী মারুফঃ

উওাল রংপুর নগরী দফায় দফায় এসপি অফিস ঘেরাও । নগরীর শিবিরের শীর্ষ ক্যাডার একাধিক মামলার আসামী শাফিউর রহমান শাফি জাতীয় পার্টি (এ) দলে যোগ দেওয়ার পরে রংপুরের স্বাধীনচেতা মানুষগুলো ফুসে উঠেছে তার গ্রেফতারের দাবীতে । ৪৮ ঘন্টা পার হলেও গ্রেফতার করতে পারেনি পুলিশ ।বৃহসপতিবার শাফির গ্রেফতারের দাবীতে নগরীর কাচারী বাজার চত্বরে মহানগর মহিলা আওয়ামীলীগ মানবব্দদন ও প্রতিবাদ সমাবেশ করে। এতে সভাপত্বিত করেন
মহানগর মহিলা আওয়ামীলীগের আহবায়ক মমতাজ বেগম বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.ইলিয়াস আহমেদ,  মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল,তিনি বলেন ৪৮ ঘন্টা পার হলেও আগুন সন্ত্রাসী রগকাটা শিবিরের ক্যাডার শাফিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, এরশাদ সাহেব এখন জঙ্গীবাহিনী তৈরী করছে । লজ্জার বিষয় তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দুত । সংক্ষিপ্ত বক্তব্য রাথেন মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন সাজূ, মহানগর মহিলা আওয়ামীলীগের নেএী এ্যাড.চৈতী.সাথী বেগম. লাকী বেগম,পারভীন আক্তার, প্রতিবাদ শেষে বিশালমিছিলটি এসপি অফিস ঘেরাও করে এ সময় পুলিশ ব্যাডিকেট দিলে এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয় . পরে পরিস্থিতি শান্ত হলে মহানগর মহিলা আওয়ামীলগের ৩জন প্রতিনিধি দল এডিশনাল এসপির সাথে সাক্ষাত করতে যান । তাদের অপেক্ষায় হাজারো নেতাকর্মীরা এসপি অফিসের বাইরে অপেক্ষো করেন । ১ ঘন্টা পর স্বারকলিপি দেয়ার পর মহিলা নেএী মমতাজ বেগম বাহিরে এসে সাংবাদিকদের জানান এডিশনাল এসপি ফারুক আহমেদ বলেছেন শাফিকে গ্রেফতার করলে এরশাদ জেলাপুলিশ সুপার কার্যালয় উড়িয়ে দিবেন । আমরা শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার কে গ্রেফতারের অব্যাহত চেষ্টা করতিছি । কিন্তু এরশাদ সাহেব বলছেন রংপুরের মাটি নাকি তার ঘাটি, এ কথা শোনার পর এসপি অফিসের সামনে উওেজনা সৃষ্টি হয় পতিস্থিতি শান্ত করেন  মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক রেজাউল ইসলাম মিলন,সাবেক ছাএলীগ নেতা চন্দনপাট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমিনূল ইসলাম, উপস্থিত তুষার কান্তি মন্ডল বলেন রংপুরের মাটি আওয়ামীলীগের ঘাটি , তিনি বলেন লজ্জার বিষয় রংপুরে  ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে জাতীয় পার্টির কোট প্রাথী নেই । শাফিকে আপনি আশ্রয় দিয়েছেণন আপনি আইনের হাতে তুলে দেন । নইলে রাজপথে অবস্থান নিয়ে তাকে গ্রেফতার করাব , তখন বুঝবেন কার ঘাটি রংপুর? অপর দিকে লাকী বেগম, পারভীন বেগম এ প্রতিবেদককে বলেন এডিশনাল এসপি বলেছেল আপনারা মাহাবুবুল আলম হানিফ ভাই দিয়ে ফোন করান ৬ ঘন্টার মধ্যে শীর্ষ ক্যাডার শাফিকে গ্রেফতার করছি । অথচ গতকাল সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পুলিশে কোন শিবির বা জঙ্গী সংগঠনের সাথে জড়িতদের চাকুরীচুত করার কথা বলেছেন... অথচ রংপুরের এডিশনাল (এসপি) এরশাদের চাপে কুপকাত? পরে প্রজন্মলীগের একটি মিছিল এসপি অফিস ঘেরাও করে ।

পুরোনো সংবাদ

রংপুর 2174256120473289116

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item