গঙ্গাচড়ার বেতগাড়ী ইউপি নির্বাচনের জোড় হাওয়া : আওয়ামী লীগের প্রার্থী মারুফ

হাজী মারুফঃ

রংপুর গঙ্গাাচড়া উপজেলার ১নং বেতগাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া লেগেছে সর্বত্র। চায়ের দোকান থেকে শুরু করে পুরো ইউনিয়নে চলছে জোর প্রচারনা। জাতীয় পার্টির দুর্গ ভেঙ্গে পুরো ইউনিয়নে নৌকার জোয়ারে ভাসছে বলছে সবাই। বেতগাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের  সভাপতি তৃণমুল থেকে উঠে আসা পর পর দু’বারের সভাপতি মোহাইমিন ইসলাম মারুফ আ্ওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী। জানা গেছে ৯১-৯৩ সালে তারাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগ থেকে ছাত্রসংসদের সমাজকল্যাণ সম্পাদক ছিলেন । তার পরে যুবলীগের সভাপতি পরে গংঙ্গাচড়া উপজেলায় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন, বর্তমানে ইউনিয়নের সভাপতি তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ও ডিজিটাল বাংলাদেশের রুূপকার রংপুরের পুত্রবধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্দশে নিজেই কাজ করে যাচ্ছেন ইউনিয়নবাসীর জন্য। সরজমিনে গেলে ডা: শফিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান, ওরা বংশীয় পরিবার। চেয়ারম্যান হওয়ার আশায় নয়, মারুফ ছাত্রলীগ যখন থেকে করে সেই ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবরের আর্দশে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয় বেকারত্ব দুরীকরণে নিজেই অনেককে কর্মসংস্থান ব্যবস্থা করে দিয়েছেন। গরীব পরিবারগুলোকে শিক্ষা উপকরণসহ যে পরিবারের সন্তানেরা অর্থের জন্য লেখাপড়া করতে পারেনা সেই পরিবার গুলোকে নিজ অর্থায়ণে লেখাপড়া করান। এদিকে নদীর পার, সাতানী খাপ্রিখাল চন্দনেরহাট ঘুরে দেখা যায় ভিন্ন সুর। যাদব, আজম, নরেশ, কৃষ্ণ বলেন, ব্যাহে ওয় চেয়ারম্যান না দাড়াইলেও আমরাগুলা ওয়াক দাড়ায় দিমো, কেন ওয়ার কাছে ধর্ম বর্ণ সব জাতির লোক যাবার পারে। যে ব্যাক্তি মানুষের অসুখ-বিসুখ, গরীর মানুষের বিয়ে, হিন্দু-মুসলমান সবায় সাহায্য পায়। ওয়ার কাছত গেইলে খালি হাতে কায়ও ফেরেনা। তায় হামার মারুফ। সম্ভাব্য আওয়ামী লীগের চেয়ারম্যান প্রাথী মারুফ এ  প্রতিবেদককে জানান, চেয়ারম্যান হওয়ার আশায় নয় বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে আমি সকলের কাজ করে যাই। আপনারা ইউনিয়ন ঘুরে আসলেন আমি না এলাকাবাসী জোর দাবী জানিয়েছে ব্যাহে মারুফ তুই বাবা এবার চেয়ারম্যান হয়্যা হ্যামার বেতগাড়ী ইউনিয়টা আধুনিক মডেল ডিজিটাল করে তুলবু ব্যাহে । এলাকাল মানুষের দাবী মেনে নিয়ে আমি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিক নিয়ে নিবাচন করতে চাই আল্লাহ যেন কবুল করেন।    

পুরোনো সংবাদ

নির্বাচন 2840473402854448702

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item