রংপুর সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন ৩৩ কোটি টাকা ব্যয়ে ৮২ গ্রুপের মোট ১৪২ টি উন্নয়ন কাজ চলছে

হাজী মারুফ রংপুর ব্যুরো

রংপুর সিটি কর্পোরেশনের দু’টি ওয়ার্ড ১৩ ও ২৮ নং ওয়ার্ডের চক বাজার, দামোদারপুর এলাকায়ার বৃহষ্পতিবার ১টি রাস্তা ও ১টি ড্রেনের পাকাকরন কাজের  উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা  সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু ।
এ সব আলাদা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  রংপুর সিটি কর্পোরেশনের ১৩ নং  ওয়ার্ডের কাউন্সিলর ফজলে এলাহী ফুলু, রংপুর সিটি কর্পোরেশনের ২৮ নং  ওয়ার্ডের কাউন্সিলর ইদ্রিস আলী,রসিকের  নির্বাহী প্রকৌশলী আজম আলী,উপসহকারী প্রকৌশলী আবু জাফর, রংপুর ক্রোকারিজ ব্যবসায়ী সমিতির সভাপতি আলী হোসেন মোল্লা, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন মিঠু, মওলানা আব্দুল আজিজ,শিক্ষক আব্দুল হালিম,হাসান ফেরদৌস রাসেল,  বিশিষ্ট ঠিকাদার সারোয়ার জাহান চিনু,শেখ নুর মোঃ কামাল হোসেন,মোঃ মাহবুবুর রহমান ও মোঃ সাইফুল  ইসলাম  ।
উল্লেখ্য সিটি গর্ভনেন্স প্রজেক্ট জাইকা ও জিওবি  অর্থায়নে রংপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে প্রায় ৫ কোটি  টাকা ব্যয়ে ২৮নং ওয়ার্ডে বাবু পাড়া রেল গেট হতে চক বাজার হয়ে আরকে রোড পর্যন্ত এবং চক বাজার হয়ে শ্যামা সুন্দরী খাল পর্যন্ত  ১টি ড্রেন নির্মান করা হবে  এবং ১৩ নং ওয়ার্ডে রংপুর সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন কাজের ৩৩ কোটি  টাকা ব্যয়ে  ৮২ গ্রুপের মোট ১৪২ টি রাস্তা,ড্রেন,কালভাট পর্যায়ক্রমে নির্মান করা হবে।

পুরোনো সংবাদ

রংপুর 8188325159850453592

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item