নীলফামারীতে ইটভাটা গিলে খাচ্ছে ফসল ফলানো মাটি

ইনজামাম-উল-হক নির্ণয়,জেলা প্রতিনিধি,নীলফামারী ॥  ইটভাটার ঝাঁঝালো কার্বোডাইঅক্সাইড মিশ্রিত কালো ধোঁয়ার বিষ ক্ষতি করছে পরিবেশ। আর  ফসলের ক্ষেত গুলোতে হচ্ছেনা আশানুরূপ ফসল। ইটভাটার কারণে নস্ট হচ্ছে সোনা ফলানো মাটি। এ ছাড়া নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের দোয়ালীপাড়ার ইটভাটার ধোঁয়ায় ৫১ হেক্টর ৬১৯ শতক জমির চলতি ইরি বোরো ধান আবাদে ক্ষতির আশংঙ্কা করছে কৃষক। এমন অভিযোগ  কৃষকদের। কৃষকদের অভিযোগ নীলফামারী জেলার ছয় উপজেলায় নিয়ম কানুনের তোয়াক্কা না করে দো-ফসলি ও তিন ফসলি জমির উপর গড়ে উঠছে প্রায় ৫০টি ইটভাটা। আজ শনিবার কৃষকরা এমন অভিযোগ করেন।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামার এলাকার কৃষক আজিজুল ইসলাম জানান, এখানকার ইটভাটাগুলো গড়ে উঠেছে উর্বর আবাদি জমির উপর। ইট তৈরির জন্য ভাটা মালিকরা প্রভাব বিস্তার করে জোড় পূর্বক নামমাত্র টাকা ধরিয়ে দিয়ে দুই-তিন ফুট গভীর করে কেটে নিয়ে যাচ্ছে টপসয়েল। যা দিয়ে ইট তৈরি করে তারা লাভবান হচ্ছে। আর এতে চরমভাবে তিগ্রস্থ হচ্ছে কৃষকরা। তাদের ওইসব জমিতে কমপে তিন বছর কোনো ফসল ফলছে না।
এদিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের দোয়ালীপাড়ার কৃষক আদর আলী, মোরশেদ, আনিছুর রহমান, আলিফ উদ্দিন মাস্টার সহ অনেকে অভিযোগ করেন ইটভাটার ধোঁয়ায় ৫১ হেক্টর ৬১৯ শতক জমির চলতি ইরি বোরো ধান আবাদে ক্ষতির মুখে পড়েছে।
নীলফামারী কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক গোলাম মো. ইদ্রিস জানান, জেলার প্রায় সবগুলো ইটভাটাই করা হয়েছে আবাদি জমির উপর। এসব মালিকরা কিভাবে ফসলী জমির উপর ইটভাটা স্থাপনের অনুমতি পেয়েছে তা তার জানা নেই।

পুরোনো সংবাদ

নীলফামারী 6700635027151852549

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item