জলঢাকায় তিন কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মানের উদ্বোধন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২২ ফেব্রুয়ারী॥
নীলফামারীর জলঢাকা উপজেলায় তিনকোটি টাকা ব্যয়ে কৈমারী স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে শুরু হওয়া ওই কাজের সোমবার দুপুরে উদ্বোধন করেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।
এসময় কলেজ চত্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল ওয়াহেদ বাহাদুরের সভাপতিত্বে বক্তৃতা দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, কৈমারী ইউপি চেয়ারম্যান কহিনূজ্জামান লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদার রহমান, শিক্ষক নারায়ন চন্দ্র রায়সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল ওয়াহেদ বাহাদুর জানান, শিক্ষা প্রকৌশল বিভাগের অধীনে তিন কোটি টাকা ব্যয়ে চারতলা ভিত্তির একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে  এক কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে দুই তলা পর্যন্ত নির্মাণ করা হবে।
এর আগে সংসদ সদস্য গত রবিবার ৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় ৪টি ইউনিয়নে সাড়ে সাত কিলোমিটার পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। গত শনিবার দুই কোিেট ১৩ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল দপ্তরের অধীনে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7746975245446549995

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item