ইবিতে দু’দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা শুরু

হুমায়ুন কবীর জীবন,ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের আয়োজনে দুই দিন ব্যাপি আন্ত:সেশন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় বিভাগের হল রুমে খেলার উদ্বোধন করেন বিভাগীয় সভাপতি প্রফেসর ড. রেজাউল করিম। 

বিভাগীয় সূত্রে জানা যায়, নতুন শিক্ষার্থীদের সাথে শিক্ষক এবং বিভাগের অন্যান্য শিক্ষার্থীদের পরিচয় করানোর লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে আন্ত: সেশন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। খেলায় বিভাগের প্রতিটি শিক্ষা বর্ষের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। শিক্ষকরাও এ খেলায় অংশ নেয়।

বুধবার বেলা ১২টায় খেলাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. রেজাউল করিম। এসময়  উপস্থিত ছিলেন, খেলার সম্বনয়ক শেখ শাহিনুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. বাবলি সাবিনা আজহার, ড. আসাদ-উদ্-দৌলা, এ টি এম মিজানুর রহমান, আবুল কাশেম তালুকদার, মো: সেলিম রেজা, মো: মমিনুল ইসলাম, শাম্মি আক্তার প্রমূখ। খেলায় টেবিল টেনিস, দাবা, কেরাম, কার্ড, লুডু  খেলা করানো হয়। খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার। 

এবিষয়ে বিভাগীয় সভাপতি প্রফেসর ড. রোজাউল করিম বলেন“ খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা মননশীল হয়ে থাকে। নবীন শিক্ষার্থীদের সাথে শিক্ষক-শিক্ষার্থীদের মিলবন্ধন বাড়াতে এ উদ্যোগ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3925798993573246979

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item