ডোমারে পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষের অবহেলায় ৪ পরীক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি বালিকা স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষের অবহেলায় চার পরীক্ষার্থী  তাদের পরীক্ষার ফলাফল বিপর্যয়ের  আশংকায় চরম উৎকন্ঠার মধ্যে রয়েছে । এই বলে আপোষের চেষ্টা চলছে,পরবর্তী পরীক্ষায় অনৈতিক সুযোগ দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার প্রস্তাব পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষের ।
সরেজমিনে জানা গেছে,গত সোমবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে চিলাহাটি মাচের্ন্ট উচ্চ বিদ্যালয়ের ১২৯ জন পরীক্ষার্থী  চিলাহাটি বালিকা স্কুল এন্ড কলেজে পরীক্ষায় অংশ নেয় ।এর মধ্যে ২১ জন পরীক্ষার্থী  ছিল বানিজ্য বিভাগের ।পরীক্ষার দ্বিতীয় অংশে  বাংলার নৈবত্তিক প্রশ্নপত্রে বানিজ্য বিভাগের চার পরীক্ষার্থীকে ২০১৪ সালের প্রশ্ন সরবরাহ করা হয় ।তারা না বুঝে তাড়াহুড়া করে পরীক্ষা দিয়ে বাহিরে এসে বুঝতে পারে  যে তারা ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছে ।এরা হল ১/ মোস্তাকিম,রোল- ৮১৯০৪০ ২/ রাশেদুল ইসলাম ,রোল- ৮১৯০৪২  ৩/মেহেদী হাসান রিফাত ,রোল- ৮১৯০৪৪ ,৪/ লাহহে মাহফুজ  সঞ্চয়,রোল- ৮১৯০৪৬ ।নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে,আপোষের চেষ্টা চলছে, পরবর্তী  পরীক্ষায় অনৈতিক সুযোগ দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার প্রস্তাব পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষের ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8777219471319698991

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item