ডিমলায় ইউপি সচিবদের কর্ম বিরতি পালন।

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী)  প্রতিনিধিঃ
“শ্রম অনুপাতে মর্যাদা চাই, ১০ম গ্রেডের বিকল্প নাই” ইউনিয়ন পরিষদের যত সেবা, সবই করে সচিব একা। ৩ দফা দাবী বাস্তবায়নের লক্ষে রবিবার সকালে ডিমলায় ইউপি সচিবগণ কর্ম বিরতি পালন করেন। ৩ দফা দাবি হলো ০১। ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন এবং বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করণ, ০২। বেতন বোনাজ আনুতোশিক, ল্যাম্বগ্রেড, শ্রান্তি বিনোদন ভাতা সহ শত ভাগ অর্থ সরকারি কোষাগার থেকে প্রদান করতে হবে, ০৩। ইউপি সচিবদের পারিবারিক পেনশন সুবিধা প্রদান। এ উপলে নীলফামারীর ডিমলা উপজেলায় পরিষদ চত্তরে বাপসা, ডিমলা শাখার নেতা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে একটি সংপ্তি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সচিব টেপাখড়িবাড়ী ইউপি বাবু সুভাষ চন্দ্র রায়, সচিব ১০ নং পূর্ব ছাতনাই ইউপি আনিছুর রহমান, সচিব ২ নং বালাপাড়া ইউপি নুর মোহাম্মদ, জেলা সহ সাধারন সম্পাদক ও উপজেলা সাধারন সম্পাদক সচিব ৩ নং ডিমলা ইউপি সচিব রবিউল ইসলাম, সচিব ৪ নং খগাখড়িবাড়ী ইউপি মোবাশ্বের আলী প্রমূখ। বক্তারা তাদের ন্যায় সংগত ৩ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 8859979090438910161

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item