বাংলাদেশী জেলেকে ফিরিয়ে দিয়েছে বিএসএফ

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৬ ফেব্রুয়ারী॥
নীলফামারী ডিমলা উপজেলার ভারতীয় সীমান্তে তিস্তা নদীতে মাছ ধরার সময় মোশাররফ হোসেন (৩৫) নামের এক বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে যাওয়ার ১৯ ঘন্টা পর মঙ্গলবার বিকাল ৪টায় পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ সদস্যরা। মোশাররফ ডিমলা উপজেলার চরখড়িবাড়ি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, সোমবার রাত  নয়টার দিকে তিস্তা নদীতে মাছ ধরতে যায় মোশাররফ হোসেনসহ এলাকার ৮/৯জন জেলে। এসময় বাংলাদেশ-ভারত সীমান্তের  ৭৯৭ নম্বর পিলারের ৫৭ নম্বর সাব পিলারে মাছ ধরতে গেলে ভারতীয় বিএসএফের তিস্তাবস্তি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নিয়ে গেলে অন্যরা পালিয়ে আসেন।
৭ বিজিবি ব্যাটেলিয়ানের অধীনস্থ্য ডিমলা উপজেলার চরখড়িবাড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব  সুবেদার মহসিন আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মঙ্গলবার সকালে জেলে মোশাররফকে ফেরত দেয়ার দাবি করে ১৩ বিএসএফ ব্যাটালিয়ানের তিস্তাবস্তি ক্যাম্প কমান্ডার বরাবরে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়। বেলা সারে ৩টায় ভারতীয় তিস্তাবস্তি ক্যাম্প সহকাররি ক্যাম্প কমা-ার সুর্য সিং এর নেতৃত্বে ৬ সদস্যের দল  পতাকা বৈঠকের মাধ্যমে জেলে মোশাররফকে ফেরত দেয়। বাংলাদেশের পক্ষে চরখড়িবাড়ি ক্যাম্পের ক্যাম্প কমা-ার নায়েব  সুবেদার মহসিন আলী চৌধুরী নেতৃত্ব পতাকা বৈঠকে অংশ নেয় ইউপি চেয়ারম্যান সহ বিজিবির ৬ সদস্য।

পুরোনো সংবাদ

এক ঝলক 3218167907683134363

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item