সাংবাদিক উৎস ও রওনক হত্যাকান্ড ,রংপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মানববন্ধন ও প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

৭২ ঘন্টার  আল্টিমেটাম

হাজী মারুফ রংপুর ব্যুরো অফিস :

সম্প্রতি রংপুরে কর্মরত সাংবাদিক মশিউর রহমান উৎস’কে পরিকল্পিতভাবে হত্যা, সাংবাদিক মোস্তফা সাব্বির পিয়ালকে অপহরণ ও নির্যাতনসহ বিভিন্ন সময়ে সাংবাদিক হত্যা, গুম, খুন এবং ৪ বছরের শিশু রওনক অপহরণ ও হত্যা, বিভিন্ন সময়ে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার ঘটনায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ রংপুর’র আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর কাচারী বাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসুচি ও প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এর আগে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে একটি মৌন মিছিলসহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন সাংবাদিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মানবাধিকার সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জড়ো হন। পরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, রংপুর এর আহবায়ক দৈনিক নতুন স্বপ্ন’র প্রকাশক ও সম্পাদক মোঃ আঃ আজিজ চৌধূরী (সাঈদ) এ্র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, রংপুর মহানগর আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন তালুকদার, হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন’র রংপুর জেলা কমিটির চেয়ারম্যান ফরিদ আহমেদ দিপু, দৈনিক অর্জনের সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান সরকার, রিপোটার্স  ইউনিটির সভাপতি রবিউর ইসলাম বাবলু, দৈনিক যুগের আলোর নিবার্হী সম্পাদক আবু তালেব, বার্তা সম্পাদক নজরুল মৃধা, মাহিগঞ্জ প্রেস কাবের সভাপতি বাবলু নাগ, নিহত সাংবাদিক উৎস’র মা নুরজাহান বেগম, স্ত্রী তাহমিনা বেগম, নিহত শিশু রওনকের মা  রাশেদা বেগম, বাবা মানবাধিকার কর্মী মোসাদ্দেক হোসেন রাঙ্গা,দৈনিক নতুন স্বপ্ন’র বার্তা সম্পাদক খন্দকার মিলন আল মামুন, সহ বার্তা সম্পাদক হাজী মারুফ, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর’র সভাপতি জাহিদ হাসান লুসিড, সাধারন সম্পাদক মমিনুল ইসলাম রিপন, দৈনিক রংপুর চিত্রের বিজ্ঞাপন ব্যবস্থাপক সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এম মিরু সরকার, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য তৈহিদুল ইসলাম বাবলা, যুগ্ম সম্পাদক শরিফুল ইসরাম স¤্রাট, তুষার, এস এম লিটন, দৈনিক রংপুর চিত্রের বিজ্ঞাপন ব্যবস্থাপক সাইফুল ইসলাম, যুগের আলো’র স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম দুখু, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক এনামুল হক স্বাধীন, তদন্ত কর্মকর্তা আহসান হাবিব মিলন, মহানগর ছাত্রলীগের সহ সভাপতি সাবেক  সোহেল রানা ইমন, মহানগর জাতীয় ছাত্রসমাজের সাধারন সম্পাদক সোবহান মজিদ বিদ্যুৎ, রংপুর জেলা ছাত্র ফেডারেশন নেতা আসিফ ইকবাল সাজু, সাংবাদিক রনজিৎ দাস, জেলা যুবজোট নেতা এমকে হাসান টিটু, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দুরন্ত বাংলার সভাপতি গোবিন্দ কুমার বিলাস, তারাগঞ্জ রিপোটার্স  কাবের সদস্য আশরাফুুল আলম, ২০ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফয়জার রহমান নিউকিয়াস,  মহানগর মহিলা যুবলীগের যুগ্ন আহবায়ক অনিতা মহন্ত, সাংবাদিক জাকির হোসেন, নুর আলম, রিপোটার্স কাব রংপুরে’র ক্রীড়া সম্পাদক হারুন আর রশিদ, লুৎফর রহমান, ফটো সাংবাদিক ইমরোজ হোসেন ইমু, এস এ লিটন, মিঠাপুকুর প্রেস কাবের সদস্য বাবলুর রহমান বারী, রংপুর জেলা ঠেলা ভ্যান কুলি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক দিলীপ দাস। মানববন্ধন শেষে পৃথক ভাবে, রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির, জেলা প্রশাসক রাহাত আনোয়ার ও পুলিশ সুপার আঃ রাজ্জাক পিপিএম, বিপিএম’র মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর  স্মারকলিপি পেশ করা হয়। এর আগে মানববন্ধনে সাংবাদিক নেতারা উৎস’র মূল খুনি ও হত্যা পরিকল্পনাকারীকে গ্রেফতারসহ তার ব্যবহৃত মোটর সাইকেল, ক্যামেরা, মোবাইল ফোন উদ্ধারে রংপুরের প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম বেধে দেয়া হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বর্তমানে সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই। সাংবাদিকরা যেখানে চরম নিরাপত্তাহীনতায়, সেখানে সাধারণ মানুষ কি ধরনের নিরাপত্তায় আছে তা বলাই বাহুল্য। গত ২৪ডিসেম্বর স্থানীয় দৈনিক যুগের আলো’র সিনিয়র স্টাফ রিপোর্টার মশিউর রহমান উৎস’কে রংপুর মহানগরীর ধর্মদাস এলাকায় নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকান্ডের প্রায় দু’মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত ঘটনার মূল হোতা কে তা সনাক্ত ও তার ব্যবহৃত মোটর সাইকেল, ক্যামেরা, মোবাইল ফোন উদ্ধারের বিষয়টি অনেকটা ব্যর্থতায় পর্যবশিত হয়েছে। এমনকি ঘটনার মূল রহস্য এখন পর্যন্ত জন সম্মুখে উম্মোচন করতে পারেনি রংপুরের পুলিশ প্রশাসন। হত্যাকান্ডের ঘটনায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের সম্পর্কে কোন স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি আজও। উৎস হত্যাকান্ডের পরপরই স্থানীয় দৈনিক রংপুর চিত্র’র স্টাফ রিপোর্টার মোস্তফা সাব্বির পিয়ালকে অপহরণ পূর্বক নির্যাতন এবং রংপুরসহ দেশব্যাপী বিভিন্ন সময়ে ইলেক্ট্রনিক মিডিয়া, স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন, হত্যা, খুন, অপহণের মতো লোমহর্ষক ঘটনার প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো দৃশ্যমান নজির স্থাপন করতে পারেনি পুলিশ প্রশাসন। এমনতর পরিস্থিতিতে রংপুরের সাংবাদিক সমাজ এবং তাঁদের পরিবারবর্গের মাঝে ক্রমশ:ই আতংক ঘনীভূত হচ্ছে।
সভাপতির বক্তব্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি,রংপুর’র আহবায়ক ও দৈনিক নতুন স্বপ্ন’র প্রকাশক ও সম্পাদক মোঃ আঃ আজিজ চৌধূরী (সাঈদ) আরো বলেন,গত ১ডিসেম্বর নগরীর নিউ আদর্শপাড়ার বাসিন্দা মানবাধিকারকর্মী মোছাদ্দেক হোসেন রাঙ্গা’র শিশুপুত্র রাহিমুল ইসলাম রওনক দিবালোকে বাড়ির সামন হতে অপহরণ হয়। শিশুটির পরিবারের পক্ষ থেকে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে ধর্ণা দিয়ে বিমর্ষ মায়ের আহাজারিতেও শেষ রক্ষা পায়নি অবুঝ শিশুটির জীবন। নগরবাসীর কাছে যেটা দৃশ্যমান হয়েছে, তাহলোÑ সময় থাকতে পুলিশ প্রশাসন উদ্যোগ না নেয়ায় জীবিত নয়; বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। অথচ শিশু অপহরণের ৩দিনের মাথায় মামলা দায়ের করা হলেও মূল হোতাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ প্রশাসন। পরে গত ৪ তারিখে পুলিশ রাজধানী থেকে মুল আসামী মোবাশ্বের আলীকে গ্রেফতার করে। অথচ প্রশাসনের পক্ষ থেকে বার-বার এসব ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেয়া হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। বরং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার আন্দোলনকে দমাতে নানা ধরনের আশ্বাস দেয়া হয়। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের হুমকির সম্মুখিন ও নিরাপত্তাহীনতা লক্ষ্য করে চলতি বছরের ৯ জানুয়ারি নগরীর স্থানীয় একটি হোটেলে দৈনিক দবানল’র সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি খন্দকার গোলাম মোস্তফা বাটুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত রংপুরের বিভিন্ন স্থানীয় পত্রিকার সম্পাদক, স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের আলোচনা ও মতামতের ভিত্তিতে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, রংপুর” নামের একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী রংপুরের বধু-মাতা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও তার সরকারের দায়িত্বশীল স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, র‌্যাবের মহাপরিচালকসহ উর্র্ধ্বতন কর্মকর্তাদের নিকট আমাদের দাবিসমুহ তুলে ধরার নিমিত্তে শান্তিপূর্ণভাবে আজকের স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচী পালন করছি। আজকের আয়োজিত কর্মসূচীতে রংপুরের সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ পূর্বক “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, রংপুর” এর যৌক্তিক দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। সম্প্রতি রংপুর জেলা ও বিভাগীয় পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের সম্মানিত দু’ কর্তাব্যাক্তিসহ ১ জন এসআই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সফলতা ও দক্ষতার নজির হিসেবে রাস্ট্রীয় পুরস্কারে ভূষিত হয়েছেন, এটা রংপুরবাসীর জন্য যেমন গর্বের জায়গা সৃষ্টি করেছে; তেমনি সাংবাদিক উৎস’র ব্যবহৃত মোটর সাইকেল, ক্যামেরা, মোবাইল সেট উদ্ধারসহ প্রকৃত আসামীদের গ্রেফতার এবং রংপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সফলতা ও দক্ষতা দৃশমানকরণের দাবি জানাচ্ছি।
                                                                                    

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1605837484284273958

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item