দেবীগঞ্জের পুরোহিত জগেশ্বর দাসের জীবন কাহিনী তাঁর অনাকাংখিত হত্যাকান্ডের সুবিচার চান সংশ্লিষ্টরা ।

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা জেলা প্রতিনিধি,পঞ্চগড়ঃ ঃ
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম ময়দানের হাট গ্রামে জন্মগ্রহন করেন । তিনি তাঁর জীবনের প্রথমে সোনাহার স্কুলে পড়ালেখা করেছেন । তার জীবনে বিগত ১৯৯৮ সালে গৃহ ত্যাগ করে সন্যাশ ধর্মগ্রহনের কারনে বিবাহ করেন নাই । ব্যক্তি জীবনে তিনি সাদাসিদে জীবন যাপন করতেন । ব্যাক্তি জীবনে তিনি খুব শান্তিপ্রিয় লোক ছিলেন । তার জীবনে কোন খারাপ দিক ছিল না, এমনকি তিনি কোন রাজনৈতিক দলের সংগে যুক্ত ছিলেন না । পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তির অংশ বিক্রয় করে দেবীগঞ্জে শ্রী শ্রী সন্ত গৌরীয় মঠ জায়গা কিনে নিয়ে প্রতিষ্ঠা করেন । মঠের অভাবের কারনে গ্রামে গ্রামে মুষ্ঠির চাল উঠাইয়া মঠের কাজ করেছিলেন । মঠে নিয়োজিত সাধু সন্যাশির খাওয়ার ব্যবস্থা করতেন । এভাবে তিনি জীবনে ইশ্বরের পুজোর কাজ করে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন । তার এই অকাল হত্যাকান্ডের জন্য এলাকাবাসী তথা তার সহোদর ভাই সরকার ও প্রশাসনের নিকট আকুল প্রার্থনা করেছেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 2822805494206349839

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item