অফুরন্ত সম্ভাবনার দ্বার খুলতে পারে রংপুরে সরিষার সাথে মধু চাষ

হাজী মারুফ রংপুর ব্যুরো অফিস :


মাঠের পর মাঠ চোখ ধাঁধানো হলুদ ফুলের সমাহার আর মৌমাছির গুনগুন শব্দ নয়নাভিরাম চিরচেনা সেই অপূর্ব নৈসর্গিক দৃশ্য, যে কারোরই মনকে দোলা দেয়। শীত কাল এলেই দেশের গ্রামাঞ্চলের কম বেশি প্রতিটি মাঠই ভরে যায় হলুদের সমারোহে। সারা দেশের ন্যায় রংপুরের বদরগঞ্জও এর ব্যতিক্রম নয়। এ বছর বদরগঞ্জ উপজেলার কৃষকরা সরিষা চাষে বেশি ঝুঁকে পড়েছেন। কয়েক বছরের তুলনায় এবার বেশি জমিতে সরিষার চাষও হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে; চলতি বছর ২৩২৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় ৭৫হেক্টর বেশি। বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আমিনুল ইসলাম জানান; সরিষা ক্ষেত মৌ মাছি পরাগায়নে সহায়তা  করে। এতে সরিষার ফলন ও দানা ভাল হয়। প্রতি বছর অক্টোবর মাস থেকে সরিষা ফুল হতে মধু আহরনের প্রক্রিয়া শুরু হয় এবং তা চলে ফেব্র“য়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। সারাদেশে সরিষা চাষিদের যদি সরিষা চাষের পাশাপাশি মধু চাষের হাতে কলমে প্রশিন দেয়া যায় তাহলে সকল কৃষকই অনেক লাভবান হবে। একটি জমিতে ১শত ৮টি কাঠের ফ্রেমে প্রতি সপ্তাহে চাষিরা তিন মনের অধিক মধু সংগ্রহ করতে পারে। তিনি আরও জানান; সরিষা ছাড়াও যে সমস্ত ফুলে মৌমাছি আকৃষ্ট হয় যেমন লিচু, সজিনা, ধনিয়া, কালোজিরা, তিল, সূর্যমূখি ফুল হতেও মধূ সংগ্রহ করা যেতে পারে। বদরগঞ্জ উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকতার্ (উদ্ভিদ সংরক্ষন) কনক চন্দ্র রায় জানান; সরিষা চাষের সংগে মৌ চাষ করে কৃষকরা একদিকে যেমন নিজের ভাগ্যের উন্নয়ন  করতে পারে অন্যদিকে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সহযোগিতা করতে পারে।

পুরোনো সংবাদ

রংপুর 4629606096757794723

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item