জেকে বসেছে শীত সূর্যের দেখা নেই দিনের বেলা জ্বলছে ট্রাকের হেটলাইট।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ-

নীলফামারী ডোমার সহ উত্তরবঙ্গে জেকে বসেছে শীত, দিনের বেলা জ্বলছে ট্রাকের হেটলাইট।  দেশের উত্তরাঞ্চলে শৈত্য প্রবাহ, সূর্যের দেখা নেই। নীলফামারী জেলাসহ এর আশপাশের এলাকাগুলোতে শীত জেকে বসেছে। এর ফলে হিমালয়ের পাদদেশ অবস্থিত নীলফামারী জেলাসহ আশপাশের জেলাগুলোতে তাপ মাত্রা ৬থেকে ৮ডিগ্রী সেন্টিগ্রেডে উঠনামা করছে । সূর্যের দেখা মেলেনি। প্রচন্ড ঠান্ডার কারনে সাধারণ মানুষ দিনের বেলা গরম কাপড় পড়ে চলাচল করতে দেখা গেছে। ঘন কুয়াশা আর মেঘলা আকাশের কারণে যানবাহনগুলো দিনের বেলা হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। সবচেয়ে বেশী সমস্যায় রয়েছে নিন্ম আয়ের মানুষজন। উত্তরের হিমেল হাওয়া আর প্রচন্ড ঠান্ডায় বাজারে শীতের কাপড়ের মূল্য তাদের ক্রয় মতার মধ্যে না থাকায় তারা শীত নিবারনের জন্য পুরাতন চট বা বস্তা ব্যবহার করছে। অনেকইে পুরান কাপড়ের দোকানে ভীড় করতে দেখা গেছে। আবার কেউ কেউ খড়কুটা জ্বালিয়ে বিনিদ্র রাত্রী যাপন করছে। কষ্টে আছে শিশু ও বৃদ্ধরা। এদের অনেকেই শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সন্ধ্যা নামার আগেই রাস্তাঘাট জন শুন্য হয়ে পরে। সবচেয়ে বেশী শীত পড়েছে জেলার ডিমলা চর এলাকায় এবং পাশ্ববর্তি পঞ্চগড় জেলায়। এখন পর্যন্ত সরকারীভাবে শীতবস্ত্রের কোন বরাদ্দ পায়নি ডোমার উপজেলা প্রশাসন। তবে এরই মধ্যে কয়েকটি বেসরকারী সংগঠন শীতবস্ত্র বিতরণ করেছে।

পুরোনো সংবাদ

নিবিড়-অবলোকন 2637614591150202561

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item