পাগলাপীর ডালিয়া সড়কে যানজটের গ্যাড়াকল

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরে জলঢাকা ডালিয়া বুড়িমারী সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়ে পড়ায় সড়কে চলাচলরত ভুক্তভোগী পথচারী সহ পাগলাপীর বাসিকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বিশেষ করে সড়কটির জিরো পয়েন্ট পাগলাপীর বন্দর হতে খলেয়া গঞ্জিপুর বাজার ৩ কিলোমিটার জুড়ে সড়কে চলাচলরত বাস কোর্স ট্রাক কার মাইক্রো রিক্সা ভ্যান অটো সিএনজি ভটভটি সহ নানা হালকা পাতলা যানবাহনের বেপরোয়া চলাচলে প্রত্যহ সকাল দুপুর বিকেল সন্ধ্যায় তুচছ ঘটনায় ভয়াবহ যানজট সৃষ্টির ফলে ছোট ছোট দুর্ঘটনাসহ নানা অপ্রতিকর ঘটনা আশঙকা হারে বেড়ে চলছেই। সড়কে চলাচলরত ভুক্তভোগী মহল সহ পাগলাপীর বাসী আশঙ্কা করছেন, প্রত্যহ সড়কে তুচ্ছ ঘটনায় যানজটের কারণে যেকোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনায় প্রাণ হানি ঘটতে পারে। অথচ পাগলাপীর ডালিয়া বুড়িমারী সড়কটি উত্তরাঞ্চলের একমাত্র ব্যস্ততম বানিজ্যিক সড়ক হলেও সংশিষ্ট কর্তৃপক্ষের খামখেয়ালি উদাসীনতার কারণে বর্তমানে সড়কটিতে যানচলাচলের জন্য দিন দিন অযোগ্য হয়ে পড়ছে। পাগলাপীরবাসী সহ সড়কে চলাচলরত ভুক্তভোগী মহল জানান সড়কটির ধারণ ক্ষমতার চেয়ে যানচলাচলের সংখ্যা অনেকগুন বেশি। ফলে সড়কে বিপরীতগামী গাড়ীকে সাইড দিতে গিয়ে ক্রোসিং করে নিতে গিয়ে একটু তুচ্ছ ঘটনায় ঘন্টার ঘন্টা যানজট সৃষ্টি হচ্ছে। তাই যানজটের কারণে প্রত্যহ সড়কটিতে ছোট ছোট দুর্ঘটনা এখন নিত্য দিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে ।

পুরোনো সংবাদ

রংপুর 5704706378130632072

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item