নীলফামারীতে জেলা ও দায়রা জজের কম্বল বিতরন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারীঃ
মাঘের কনকন শীতের রাতে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কম্বল বিতরন করছেন নীলফামারী জেলা ও দায়রা জজ  মাহমুদুল কবিরের নেতৃত্বে জেলা জজশীপের বিচারনবৃন্দ। শীতার্তা ছিন্নমুল, এতিম ও অসহায় মানুষজনের বাস্তবতা অবলোকের মাধ্যমে সোমবার রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত  জেলা শহরের কবরস্থান মোড় এতিম হাফেজিয়া মাদ্রাসায়, গরুহাটি এতিম হাফেজিয়া মাদ্রাসা, নীলফামারী রেলষ্টেশন, নীলফামারী কলেজ ষ্টেশন, সদরের ইটাখোলা ইউনিয়নের ঈদগাহ ময়দান এতিম খানা, ইটাখোলার বাদিয়াপাড়া, পঞ্চপুকুর ইউনিয়নের দারুস জান্নাত এতিম খানা ও  উত্তরা শশী এতিম খানায় সর্বমোট চারশত কম্বল বিতরন করেন। সুত্র মতে নীলফামারী জেলা ও দায়রা জজ মাহমুদুল কবির তার নিজস্ব উদ্যোগে  সরেজমিনে ঘুরে ঘুরে এসব কম্বল বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সদর কোর্টের সিনিয়র সহকারী জজ হাবিবুর রহমান, সৈয়দপুর কোর্টের সহকারী জজ ইসমাইল হোসাইন, কিশোরীগঞ্জ কোর্টের সহকারী জজ অমিত বিশ্বাস, ডোমার কোর্টের সহকারী জজ অলোরাম কার্জী প্রমুখ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 6136792122734778200

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item