ইবি’র ফোকলোর বিভাগের নয়া সভাপতি ড.আসকারী

হুমায়ুন কবীর জীবন,ইবি প্রতিনিধি
: ইসলামী বিশবিদ্যালয়ের (ইবি) ইংরেজী বিভাগের শিক্ষক প্রফেসর ড. হারুন-উর-রাশিদ আসকারী সদ্য চালু হওয়া ফোকলোর বিভাগের নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে।মঙ্গলবার দুপুর ১২টায় তাকে এ পদে নিযুক্ত করা হয়েছে বলে রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়।
এব্যাপারে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.আবদুল হাকিম সরকার আগামী তিন বছরের জন্য তাকে উক্ত পদে নিযুক্ত করেন।’ তিনি একই বিভাগের প্রফেসর ড. মো: শাহিনুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।
নতুন সভাপতি প্রফেসর ড. হারুন-উর-রাশিদ আসকারী বলেন, ‘বিভাগটির সভাপতি পদে কেউ না থাকায় ভিসি আমাকে নিয়োগ দিয়েছেন। আগামী ২৬ জানুয়ারী থেকে বিভাগটির কাস শুরু হবে। নিষ্ঠার সাথে যাতে দায়িত্ব পালন করতে পারি সে জন্য সকলের সহযোগীতা কামনা করছি।’
উল্লেখ্য, তিনি এর আগে ইংরেজী বিভাগের সভাপতি, ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন টিভি চ্যানেলে টক শো ও কয়েকটি পত্রিকায় কলামিষ্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5133293496604761698

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item