প্রসাশনের হস্তক্ষেপ কামনা ,রংপুর নগরীর রামপুরায় ছিনতাইকারীর পিচুর দাপটে এলাকাবাসী অসহায়

হাজী মারুফ,রংপুর ব্যুরো অফিসঃ

 রংপুরের রামপুরায় এলাকার আব্দুল হামিদের পুত্র ছিনতাইকারী  পিচুর দাপটে ও অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে । প্রাপ্ত সুএে জানা গেছে ২০১৩ সালের পিচু হত্যা মামলার আসামী যার
কোতোয়ালী থানার হত্যা মামলা  জি আর নং  ৯৪৯/১৩ এছাড়াও তার বিরুদ্বে চুরি, ছিনতাই, হুমকি,গুম,হত্যা মামলা সহ একাধিক মামলার আসামী । রামপুরা ্এলাকায় একের পর এক  অপরাধের ঘটনা ঘটলেও পিচু ধরাছোয়ার বাইরে থাকেন ?  এলাকাবাসী সুএে জানা গেছে  গত ২ ডিসেম্বর বুধবার সন্ধায় পিচু রামপুরা এলাকায় এক  পথচারীকে ছিনতাই  করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরাপরে গনপিটুনির শিকার হয়, এ সময় ঘটনা স্থলে পুলিশ ও সাংবাদিক এলে পিচু নিজেকে যুবলীগ কর্মির পরিচয় দিয়ে আইনের হাত থেকে বাচার চেষ্টা করে। সে সময় তাকে আহত অবস্থায়   রংপুর মেডিকেল হসপাতালে ভর্তি করানো হয় । এ বিষয়ে জেলা ও মহানগরর যুবলীগের নেতারা জানান ছিনতাইকারী  পিচু কোন যুবলীগের কর্মি নয়, পিচু নিজেকে বাচার জন্য যুবলীগের নাম ব্যবহার করেছেন । এহেন ঘটনায় জেলা ও মহানগর যুবলীগ ক্ষোভ প্রকাশ ও তার শাস্তির দাবী করেন । সচেতন ও ভুক্তভোগী মহল সাংবাদিকদের জানান ছিনতাইকারী পিচুকে মেডিকেল থেকে গ্রেফতার না করলে সে পালিয়ে যেতে পারে ও ওই এলাকায় পিচুর আড়ালে আরো ছিচকে চোর,ছিনতাইকারী রয়েছে । তাই এলাকাবাসী জরুরী  প্রসাশনের হস্তক্ষেক কামনা করেছেন । 

পুরোনো সংবাদ

রংপুর 3750869954992463044

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item