হলুদ চাদরে ঢাকা পড়েছে নীলফামারী

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১১ ডিসেম্বর॥
শেষ অগ্রহায়নে এসে এবং পৌষের আগমনে  প্রাকৃতিক রূপ যেনো বদলে যেতে শুরু করেছে। সবুজ শ্যামল প্রকৃতির ষড়ঋতুর এই দেশে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমনি প্রকৃতির রূপ বদলায়, তেমনি বদলায় ফসলের মাঠ। কখনো সবুজ, কখনো সোনালী, কখনো বা হলুদ। সেরকমই ফসলের মাঠে পরিবর্তনের ছোঁয়া লেগেছে উত্তরাঞ্চলের নীলফামারী সহ তার পার্শ্ববর্তী এলাকা জুড়ে।  ফলে এই জনপদ যেন হলুদ সরিষা ফুলের চাদরে ঢাকা পড়ছে। আজ শুক্রবার সকাল থেকে দেখা যায় গাঢ় হলুদ বর্ণের সরিষার ফুলে ফুলে মৌ মাছিরা মধু সংগ্রহের জন্য গুন গুন করছে। চলছে মধু আহরণের পালা। শীতের শিশির সিক্ত মাঠভরা সরিষা ফুলের গন্ধ বাতাসে ভাসছে। মানুষের মনকে করছে পুলকিত । সরিষার ক্ষেতগুলো দেখে মনে হয় কে যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে।মাঠে মাঠে দিগন্ত জুড়ে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য শীতকালকে ফুটিয়ে তুলেছে।
নীলফামারী কৃষি বিভাগের উপসহকারি কৃষি কর্মকর্তা মহসিন রেজা রূপম জানান অন্যান্য ফসলের মত সরিষা চাষের দিকে কৃষকরা ঝুঁকে পড়েছে। গত বছরের চেয়ে এবার ভাল ফলন পাবেন বলে তারা আশাবাদী।  বাজারে সরিষা দাম ভাল যাচ্ছে। এ ছাড়া সরিষা  তেলের দামও অনেক বেশি। আমনে কৃষকরা কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে স্বল্পমেয়াদী ফসল হিসাবে সরিষা চাষে তারা ঝাঁপিয়ে পড়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 8875959272805717535

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item