নীলফামারীতে শিক্ষা অধিকার সম্মেলন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ॥
‘সবার জন্য প্রাথমিক শিক্ষার অধিকার, রাষ্ট্রের অঙ্গীকার’ এই প্রতিপাদ্য সামনে রেখে  বুধবার  নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো আঞ্চলিক শিক্ষা অধিকার সম্মেলন। সম্মেলনে নীলফামারীসহ জয়পুরহাট, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, জামালপুর ও সুনামগঞ্জ জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ শিক্ষা কর্মকর্তা ও অভিভাবক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলন শুরুর আগে জেলা শহরে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়।ইউএসএস-নীলফামারী ও একশনএইড বাংলাদেশ আয়োজিত এ সম্মেলনে শতাধিক শিশু তাদের স্বপ্নের প্রাথমিক বিদ্যালয়ের ছবি আঁকে এবং নিজেদের প্রকাশিত দেয়াল পত্রিকা প্রদর্শন করে। শিশুরা নাটকের মাধ্যমে তাদের নিজেদের প্রাথমিক বিদ্যালয়ের শিশু অধিকার পরিস্থিতি তুলে ধরে। সম্মেলনে নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ,জে,এম এরশাদ হাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য  আফতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক জাকীর হোসেন,রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মহিউদ্দীন আহমেদ তালুকদার, ডোমার উপজেলার উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, নীলফামারীর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব দিলিপ কুমার বনিক, একশনএইড বাংলাদেশের অন্যতম  আসগর আলী সাবরী।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8603541446742172332

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item