ডিমলায় বিজয়ের মাসে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা(নীলফামারী) প্রতিনিধি:     
                          

নীলফামারী ডিমলা উপজেলার চারঘড়ি চাপানী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মঙ্গলবার দিন ব্যাপি ব্যাপক আনুষ্ঠনিকতার মধ্যদিয়ে পালিত হলো  মহান বিজয় দিবসের শেষ প্রস্তুুতিতে এক বিশাল ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহন করেন,প্রধান শিক্ষক, চারঘড়ি চাপানী সরকারী প্রাথমিক বিদ্যালয়, জামিয়ার রহমান। অনুষ্ঠানটি উদ্বোধন করেন: সহকারী শিক্ষক, ডালিয়া উচ্চ বিদ্যালয়, আব্দুর রশিদ মাষ্টার।ক্রীড়াটি পরিচালনায় ছিলেন: সহকারী শিক্ষক, চারঘড়ি চাপানী সরকারী প্রাথমিক বিদ্যালয়,আবুল কালাম আজাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: প্রথম শ্রেনীর ঠিকাদার ও বিশিষ্ট সমাজ সেবক, রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সমাজ সেবক নজরুল ইসলাম, সমাজ সেবক বাচ্ছু মিয়া, সমাজ সেবক সমসের আলী প্রমুখ।

  উল্লেখ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহি খেলাধুলার মধ্যে, কাঁনামাছি, তৈলাক্তবাঁশে উঠে ফল পারা, মোরগ যুদ্ধো, বালিশ পাঁচার, মহিলাদের বাই সাইকেল চালনা, পানিতে ডুবা, অংক কসা, রশি লাপানো, হাঁড়িভাঙ্গা, মটর সাইকেল চালনা, ঘোড়ার দৌড়, সহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে  ১৯৭১ সালের মহান বিজয় দিবসের  আনন্দকে ধরে রাখার জন্য আগামীতে আরো নতুন নতুন খেলাধূলার আয়োজনে সার্বিক সহযোগীাতার অঙ্গিকার ব্যাক্ত করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 2881067918397175599

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item