কনকনে শীত॥ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ডিমলায়

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৫ ডিসেম্বর॥
উত্তরের কনকনে শীতের কবলে পড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এসেছে তিস্তা নদী বিধৌত নীলফামারী ডিমলা উপজেলা।ঝড়ছে ঘন কুয়াশা। এমন কুয়াশায় শীতের প্রকোপ বেড়েছে এলাকায়। দিনে সূর্য দেখা দিলেও তাপ ছড়াতে পারছে না কাঙ্খিক মাত্রায়। এ অবস্থায় স্বাভাবিক জীবনযাত্রা খানিকটা ব্যাহত হচ্ছে খেটে খাওয়া মানুষের।
ভারী কুয়াশা আর হিমালয়ে হিম শীতল উত্তরের হাওয়া ঢুকতেই কনকনে শীতের আবির্ভাব শুরু হয়েছে।
তিস্তাপাড়ের পুর্বছাতনাই ইউনিয়নের ঝাড়শিঙ্গেশ্বর এলাকার হারুন মাঝি মুঠোফোনে জানান কনকনে শীত পড়েছে। ওই এলাকার টেপাখড়িবাড়ি ইউনিয়নের কিছামতের চরের বাসিন্দা সহিদুল জানান শীতের তীব্রতায় আগুনের কুন্ডুরী জ্বালাতে হচ্ছে। এলাকার মানুষজন ক্ষেত কামারে কাজ করতে পারেনি।
 রিকসা চালক রমজান আলী (৪৫) বলেন,‘কুয়াশার কারণে সন্ধ্যার পর শহরের রাস্তায় রিক্সা চালানো কষ্ট হয়। একারণে কমেছে কিছুটা আয় রোজগার।’
জেলা সদরের টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছী গ্রামের কৃষক সাদ্দাম আলী (৫০) বলেন, শীতের কারণে সকাল ১০টার আগে কৃষি জমিতে কাজে  যাওয়া কষ্টকর হয়ে পড়ে। একারণে স্বাভাবিক কাজের ব্যাঘাত ঘটছে।
অপরদিকে ওই গ্রামের কৃষি শ্রমিক আব্দুল মালেক (২৬) বলেন,‘শীতের কারণে কাজ কমে গেছে। আর যেটুকু মিলছে তাতে মজুরী কম আসছে। পাশাপাশি শীত বস্ত্রের অভাবে পরিবারের দুই শিশু সন্তানসহ দূর্ভোগে আছি।’
শীতের কারণে আগের তুলনায় লোক সমাগম কমেছে জেলা শহরে। ফলে মন্দাভাব দেখা দিয়েছে ব্যবসা বানিজ্যে। জেলা শহরের ব্যবসায়ী মিজানুর রহমান (৫৫) বলেন,‘লোকসমাগম কমার কারণে দোকানে বিক্রী কমেছে।
আবহাওয়া অফিস সূত্রমতে, জেলায় সর্বনি¤œ তাপমাত্রা ছিল নয় দশমিক তিন ডিগ্রি সেরসিয়াস। সেটি রেকড করেছে ডিমলা আবহাওয়া অফিস।
জেলার ডিমলা আবহাওয়া অফিস সূত্র জানায়, তিস্তা নদীর অববাহিকায় ডিমলা উপজেলায় মঙ্গলবার সর্বনি¤œ তাপমাত্রা রেকড করা হয়েছে নয় দশমিক তিন ডিগ্রী সেলসিয়াস। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রী সেলসিয়াস। দেশের এটি সর্বনি¤œ তাপমাত্রা বলে ওই সূত্র জানায়। অপরদিকে জেলার সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া দপ্তর সর্বনি¤œ তাপমাত্রা রেকড করেছে ১০ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া এ অঞ্চলের দিনাজপুর জেলায় সর্বনি¤œ তাপমাত্রা রেকড করেছে ৯ দশমিক ৫,রংপুরে ১০ দশমিক ৮,কুড়িগ্রামের রাজারাহাটে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

পুরোনো সংবাদ

নীলফামারী 8142168878432591862

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item