পাগলাপীরে বিজয় দিবসে বিভিন্ন শহীদ মিনারে আলোক-সজ্জা

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস ২০১৫ উপলক্ষে রংপুরের পাগলাপীরের বিভিন্ন স্থানে শহীদ মিনারে আলোক-সজ্জিত করে তোলা হয়েছে। জানা গেছে ৭১এর বীর লাখো শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় পাগলাপীর শহীদ মিনার সহ পানবাজার,ধনতোলা,খলেয়া গঞ্জিপুর, বেতগাড়ী, আলদাবপুর, মমিনপুর সহ অঞ্চলের বিভিন্ন স্থানে শহীদ মিনার গুলোতে কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। ইতিমধ্যে কর্তৃপক্ষরা শহীদ মিনার গুলি ধোয়া মোছা শেষে রং বার্নিশ করেছেন। এখন শহীদ মিনার গুলিতে শোভা পাচ্ছে রংবেরঙের লাল, নীল, সবুজ, বেগুনি, হলুদ বৈদ্যুতিক বাতি। ফলে শহীদ মিনার গুলো যেন আলোক সজ্জায় ভরপুর হয়ে উঠছে। সরজমিনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় পাগলাপীর শহীদ মিনার তথ্যাবধানকারী পাগলাপীর স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন এ প্রতিনিধিকে জানান, প্রতি বছরে মহান বিজয় দিবস স্বাধীনতা দিবস ভাষা দিবস সহ যেকোন জাতীয় দিবস পালনে আমরা শহীদ মিনার আলোক সজ্জায় সজ্জিত  করে তুলি। যাতে এ এলাকার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি দল বেধে প্রভাত ফেরি করে রাত্রী বেলায় শহীদ মিনারে পুষ্প অর্পন করতে পারে।

পুরোনো সংবাদ

রংপুর 9092201292800902934

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item