মসজিদের রড আত্মসাতের অভিযোগ

মো. জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুরে এক মসজিদ নির্মাণের রড আত্মসাত করার অভিযোগ উঠেছে। মসজিদ নির্মাণে ক্রয়কৃত ১৮২ মণ রডের মধ্যে ৩২০ কেজি রড ওজনে কম পাওয়ায় মো. ওয়াহেদ আলী নামের এক ব্যক্তি এ অভিযোগ করেন। এ ব্যাপারে তদন্ত সাপেে ব্যবস্থা নিতে মসজিদ কমিটির কাছে জোর দাবি জানান তিনি।
অভিযোগে প্রকাশ, সম্প্রতি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী শ্বাষকান্দর উত্তর ডাঙ্গাপাড়ায় মসজিদ নির্মাণের জন্য ১৮২ মণ রড ক্রয় করেন ওই মসজিদ কমিটির সভাপতি জামিল বসুনিয়া। সৈয়দপুরের পার্শ্ববর্তী চম্পাতলী বাজারের চম্পাতলী ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে ওই রড ক্রয় করা হয়। ক্রয়কৃত সেই রড বোতলাগাড়ী শ্বাষকান্দর উত্তর ডাঙ্গাপাড়া মসজিদের ইমাম মো. ওয়াহিদ আলীকে বুঝিয়ে দিলে সন্দেহ হয় ইমামের। পরে সেই রড পুনরায় মেপে দেখা যায় ১৮২ মণ রডের মধ্যে ৩২০ কেজি রড কম। যাহার বর্তমান বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা। ওই সময় রাগে ফেটে পড়েন তিনি। মসজিদ নির্মাণের রড বা অর্থ আত্মসাত করা মুসলিম সমাজ ও সৃষ্টিকর্তার সাথে প্রতারণার শামিল। এ অভিযোগ তুলে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জোর দাবি তুলেন ইমাম মো. ওয়াহিদ আলী।

পুরোনো সংবাদ

নীলফামারী 716917741293173222

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item