সৈয়দপুরে কলেজ ছাত্রীকে জোরপুর্বক অপহরণের চেষ্টা

বিশেষ প্রতিনিধি॥
নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ইন্টারমেডিয়েটের প্রথম বর্ষের এক ছাত্রীকে বখাটে কর্তৃক জোরপুর্বক অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। ছাত্রীর পরিবার ও এলাকাবাসীর বাঁধার মুখে অপহরণ থেকে রেহাই পেলেও অপহরণের ভয়ে নিয়মিত কলেজে যেতে পারছে না ওই ছাত্রীটি। শুক্রবার রাতে ছাত্রীটির বাবা সৈয়দপুর থানায় অভিযোগ করেছে।
অভিযোগে জানা গেছে, সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকার বাসিন্দা এবং শ্রমিক ইউনিয়নের নেতা বাবলু ড্রাইভারের ছেলে অটো-বাইক সোসাইটির সভাপতি শাওন (২৩) একই এলাকার বিজিবি সদস্য জাকির হোসেনের মেয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্টে পাবলিক স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে ওই ছাত্রীটি রাজি না হওয়ায় গত ২৪ নভেম্বর শাওন ও তার বাহিনী ওইছাত্রীকে  অপহরনের জন্য  বাড়িতে চড়াও হয়। এ সময় এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বখাটেরা ওই ছাত্রীর বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনার পর  গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পুনরায় ছাত্রীটিতে অপহরনের চেষ্টা চালানো হয়। অভিযোগ মতে বখাটে  শাওন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হককে সঙ্গে নিয়ে ওই ছাত্রীর বাড়িতে যায়। এ সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই ছাত্রীর কাছে ঘটনার বিবরণ জানতে চাইলে, ছাত্রীটি বিস্তারিত ঘটনা তুলে ধরেন। কিন্তু এরই এক পর্যায়ে বখাটে শাওন ও অন্যান্যরা মেয়েটি জোরপুর্বক বাড়ি থেকে তুলে আনার চেষ্টা করে। ওই সময় পরিবারের লোকজন বাঁধা দিলে শাওন বাহিনী দেশীয় অস্ত্র দিয়ে তাদের আঘাত করে। তাদের আঘাতে ওই ছাত্রীর দাদা, চাচা আহত হন। মেয়ের বাবা সৈয়দপুর থানা পুলিশে খবর দিলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে শাওন বাহিনী ওই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। অপহরণের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতার উপস্থিতি এলাকাবাসীর মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃস্টি করেছে।
বখাটে শাওন বাহিনীর একের পর এক অপহরণ চেষ্টার কারণে পরিবারটি ওই ছাত্রীকে নিয়ে আতংকে দিন কাটাচ্ছে। পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ছাত্রীটির কলেজ যাওয়া বন্ধ হয়ে গেছে।
এ ব্যাপারে সৈয়দপুর থানারা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক সন্ত্রাসী যে দলেরই হোক যত বড়ই হোক না কেন, আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

পুরোনো সংবাদ

নীলফামারী 6569136639097252829

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item