ডোমারে কিশোর কিশোরী কাবের অভিবাবক সভা অনুষ্ঠিত।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে ইউনিসেফ ও চাইল্ড প্রজেক্ট এর সহযোগীতায় বাকডোরা আশ্রমপাড়া অগ্রদূত কিশোর কিশোরী কাবের উদ্যোগে অভিবাবক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭নভেম্বর শুক্রবার সকালে বোড়াগাড়ী ইউনিয়নের সাধুর আশ্রমে শিতিন চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হাচানুর ইসলাম, ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসূচির  সংগঠক(মডেল ওয়ার্ড) আব্দুল মাজেদ সরকার, রাজেন্দ্র নাথ, হরিকান্ত রায়, ডাঃ দোলন চন্দ্র রায়। মঙ্গলু রাম বর্ম্মন, ছবিরানী, আব্দুল হাকিম, কলম্ব রায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন। প্রধান আলোচক ইউনিসেফ ও চাইল্ড প্রজেক্টর জ্যোতিশ অধিকারী। উক্ত সভায় নিমোজখানা কাবের ২৪ জন ও অগ্রদূত কিশোর কিশোরী কাবের ৬০ জন সদস্য সহ পিয়ার লিডারগণ অশং গ্রহন করেন। বক্তাগণ শিশু বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন, শিশু শ্রম, মানবাধিকার, মাদক প্রতিরোধ বিষয়ে ইউপি চেয়ারম্যান, সদস্য সহ সচেতন ব্যাক্তিদের এগিয়ে আসার আহবান জানান।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7479609730544661509

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item