জলঢাকায় নাক বিহীন এক চোখ বিশিষ্ট বাছুরের জন্ম

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ 

নাকহীন একচোখ বিশিষ্ট বিচিত্র আকারের একটি বাছুরের জন্ম হয়েছে। নাক না থাকায় বাছুরটি মুখ দিয়ে শ্বাস নিচ্ছে ও নাকহীন স্থানে একটি চোখ রয়েছে। জন্মের পর থেকে বাছুরটি বাছুরটি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে। ঘটনাটি নীলফামারীর জলঢাকা পৌর এলাকার উত্তর চেরেঙ্গাা গ্রামের। বাছুরটি একনজর দেখতে এলাকার ও তার পাশ্ববর্তী গ্রামের শতশত নারী পুরুষ ভিড় জমাচ্ছে।
জানা যায় ওই গ্রামের সিরাজুল ইসলাম ও তার স্ত্রী সাজেদা বেগম  জানান, গত ৪ বছর পূর্বে ২৭ হাজার টাকায় বিদেশী জাতের একটি গাভী ক্রয় করেন তারা । গাভীটি এর  আগেও দুটি বাছুর জন্ম দিয়েছিল। গত মঙ্গলবার রাতে নাকহীন একচোখ বিশিষ্ট বিচিত্র আকারের  বাছুরের জন্ম দেয়। বর্তমানে বাছুরটিকে ফিডারের মাধ্যমে দুধ পান করে বাঁচিয়ে রাখা হয়েছে। বিচিত্র আকারের বাছুরটিকে বাঁচাতে গাভীটির মালিক সিরাজুল ইসলাম প্রাণী সম্পদ বিভাগের সহযোগী চেয়েছেন। এ ব্যাপারে জলঢাকা উপজেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ডাঃ তরিকুল ইসলাম জানান, জন্মগত কারণে বাছুরটি এরকম হয়েছে। বাঁছুরটিকে বাঁচাতে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 9116189243287717109

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item