বদরগঞ্জে ইটভাটায় শ্রমিকের মৃত্যু : তদন্ত ছাড়াই দাফন!

হাজী মারুফ রংপুর ব্যুরো অফিস :


রংপুরের বদরগঞ্জে ইটভাটার ব্যাটারী চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ী আসমতপাড়া এলাকায় অবস্থিত ইউবিএল নামে এক পরিত্যক্ত ইটভাটায়। গত বুধবার সকাল সাড়ে ৯টায়। নিহত শ্রমিক উপজেলার রামনাথপুর ইউনিয়নের দক্ষিণ মুকছেদপুর বানুয়া পাড়া গ্রামের শহীদ আলীর ছেলে শুকারু মিয়া (২৩)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরিত্যক্ত ইটভাটাটির ভাঙ্গার কাজ করার সময় ভাটার ব্যাটারী (ওয়াল) ভেঙ্গে ওই শ্রমিককে চাপা দিলে ঘটনা স্থলেই তার মুত্যু হয়। এসময় ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনা স্থলে এসে শ্রমিকরা শুকারুকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক এস এম সাদিকুর রহমান তাকে মৃত্যু ঘোষণা করেন।
এব্যাপারে ইউবিএল ইট ভাটার মালিক নুরুল ইসলাম খোকা বলেন, নিহতের স্ত্রী ওতার পরিবারের সাথে ১ লাখ ২৫ হাজার টাকায় বিষয়টি আপোষ রফা হয়েছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, নিহত শ্রমিকের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 8371276507139677740

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item