কুড়িগ্রাম আ’লীগের রাজনীতিতে চমক সৃষ্টি করেছে আবু সুফিয়ান

কুড়িগ্রাম প্রতিনিধি

বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের পরীক্ষিত নেতা বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান পরিচালক ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান। বর্তমান সময়ে কুড়িগ্রাম জেলার রাজনৈতিক অঙ্গনে তার নাম সবমহলে ব্যাপকভাবে উচ্চারিত হচ্ছে। নানা গুনের অধিকারী ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান বর্তমানে কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত থেকে জাতীয় সংসদের ২৬ কুড়িগ্রাম-২ আসনে দলকে শক্তিশালী ও সু-সংগঠিত করতে সাধ্যমত সহযোগিতা করছেন। এক সময়ের রাজপথ কাঁপানো মেধাবী ছাত্রলীগ নেতা, একাধারে রাজনীতিবিদ, সমাজ সেবী, বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান পরিচালক, প্রযোজক, লেখক ও মেধাবী প্রকৌশলী আবু সুফিয়ান কুড়িগ্রাম জেলারই কৃতি সন্তান। তাই কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়নে তিনি নিবেদিতভাবে কাজ করছেন। চলতি বছর বন্যায় যেখানে এ অঞ্চলের রাজনীতিবিদরা অনেকটা বন্যায় বিপর্যস্ত মানুষজনদের সাহায্য সহযোগিতা দেয়ার ভয়ে পালিয়ে ছিলেন ঠিক এরকম সময়ে তিনিই একমাত্র ব্যক্তি সবার আগে বন্যা দূর্গতদের মাঝে তার ব্যক্তিগত তহবিল থেকে ত্রান সামগ্রী ও অর্থ সহায়তা দিয়েছেন। কুড়িগ্রাম জেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক চলচ্চিত্র পরিচালক আবু সুফিয়ান’র নিজস্ব অর্থায়নে তার পক্ষে কুড়িগ্রাম সদরের ৫টি ইউনিয়নের বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গত ৭ সেপ্টেম্বর-২০১৫ ইং কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানভাসী ২ শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ ও খাবার স্যালাইন বিতরন করে ইউনিয়ন আ’লীগের সভাপতি ডাঃ সাখায়োত হোসেন, আরডিআরএস ফেডারেশন চেয়ারম্যান আব্দুল জব্বার, স্কুল শিক্ষক শাহাদত হোসেন এবং গত ৬ সেপ্টেম্বর- ২০১৫ ইং দিনব্যাপী কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের সারডোব আরডিআরএস বাজার ও লক্ষীকান্ত খামার হলোখানায় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সোলজার হোসেন’র নেতৃত্বে  মজিবর রহমান, জহুর আলী, জেলহাউস, নোলা মিয়া বন্যা দূর্গত ২শ’ পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করে।  মোগলবাসা ইউনিয়নের সকল ওয়ার্ডে বানভাসী মানুষজনের মধ্যে ইউপি চেয়ারম্যান এনামুল হক’র নেতৃত্বে আবু বকর সিদ্দিক, আব্দুল হাই, আব্বাস আলী মন্ডল বন্যা দূর্গত ৬শ’ ৫০টি পরিবারে ত্রাণ হিসেবে শুকনো খাবার চিড়া ও মুড়ি বিতরণ করে। ভোগডাঙ্গা ইউনিয়নের সকল ওয়ার্ডে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক গোলাপ উদ্দিন মাষ্টারের নেতৃত্বে বন্যা দূর্গত ১শ’ ৫০টি পরিবারে ৪কেজি করে চাল বিতরণ করে। পাঁচগাছী ইউনিয়নের বন্যা দূর্গত ১শ’ ৫০টি পরিবারে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এরশাদ আলী চৌধুরী’র নেতৃত্বে ত্রাণ হিসেবে প্রতি পরিবারে চাল, মুগ ডাল, সয়াবিন তেল, লবণ ও আলু বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলার সব মহলে ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান’র রয়েছে পারিবারিক সুনাম। তার পরিবার জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী পরিবার। তার মরহুম পিতা আব্দুস সামাদ এবং মাতা মরহুমা সালেহা বেগম ছিলেন অত্যান্ত পরোপকারী ও বিনয়ী। তাদের বাড়িতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিলো। তার মরহুম পিতা আব্দুস সামাদ দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন সময়ে সবদিক দিয়ে সাহায্য সহযোগিতা করেছিলেন। তৎকালীন সময়ে পিতার নির্দেশে আবু সুফিয়ান ও তার বড় ভাই বীর মুক্তিযোদ্ধাদের পরোক্ষভাবে সহযোগিতা করেছিলেন। তার মরহুম পিতা আব্দুস সামাদ কুড়িগ্রাম পৌরসভার (১৯৭২) প্রতিষ্ঠাতা কমিশনার ছিলেন এবং তিনি পাশাপাশি একজন পল্লী চিকিৎসক হিসেবে সাধারণ মানুষকে সেবা দিয়েছিলেন। একজন কমিশনার ও ডাক্তার হিসেবে তিনি এলাকায় মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ১৯৭০ সালের নির্বাচনের প্রাক্কালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন কুড়িগ্রামে দেশ স্বাধীন এর লক্ষ্যে বিশাল জন সমুদ্রে ভাষণ দিতে আসেন তখন আবু সুফিয়ান তার পিতার হাত ধরে তিনি বঙ্গবন্ধুকে সামন থেকেই দেখেছিলেন। তখনই বঙ্গবন্ধুর প্রতি গভীর ভালোবাস জন্ম নেয় যা পরবর্তীতে আরো বিকশিত হয়েছে। আবু সুফিয়ান’র রাজনৈতিক শ্রেষ্ঠ ব্যক্তিত্ব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ৬ষ্ঠ শ্রেণির ছাত্র থাকাকালীন ১৯৭৬ সালে ছাত্রলীগে যোগদান করেন এবং অদ্যবধি বঙ্গবন্ধুর আদর্শকে অন্তরে ধারন করে বাংলাদেশ আ’লীগের পতাকা তলে দাঁড়িয়ে আছেন। ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ আ’লীগ কুড়িগ্রাম জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলে উক্ত কমিটিতে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে জেলা কমিটিতে ইঞ্জিনিয়ার আবু সুফিয়ানকে দায়িত্ব দেয়া হয়। ২০১৪ সাল হতে তিনি জাতীয় সংসদের ২৬ কুড়িগ্রাম-২ আসনে দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জন্য নিজ উদ্যোগে সব দিক দিয়ে কাজ করে যাচ্ছেন। 

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 124881901431399247

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item