বিদ্যুৎ গ্রাহকরা হয়রানির শিকার বকেয়া বিল নিচ্ছে না পীরগঞ্জ রাকাব

হাজী মারুফ রংপুর ব্যুরো অফিস :



পীরগঞ্জে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) কর্তৃপক্ষ পল্ল¬¬ী বিদ্যুতের বকেয়া বিল না নেয়ায় বিদ্যুৎ গ্রাহকরা ক্ষোভ প্রদর্শন করেছে। পরে বিক্ষুব্ধ গ্রাহকরা প্রায় ১ কিঃ মিঃ দূরে পল¬¬ী বিদ্যুতের উপকেন্দ্রে গিয়ে বিল প্রদান করেছে। গত বুধবার সকালে উপজেলা সদরে রাকাবেরর ওই শাখায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পল্ল¬¬ী বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ অবাক হয়েছেন।
জানা গেছে, রংপুর পল¬¬ী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয় শঠিবাড়ীর আওতায় পীরগঞ্জের জামতলা উপকেন্দ্র পীরগঞ্জে বিদ্যুৎ সরবরাহ করছে। কেন্দ্রটির অধীনে প্রায় ১৫হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে। ওইসব গ্রাহক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পীরগঞ্জ শাখায় নির্দিষ্ট সময়ে জরিমানা ছাড়া বিল প্রদান করছে। কিন্তু নির্দিষ্ট সময়ে বিল প্রদানে ব্যর্থ হওয়ায় রাকাব পীরগঞ্জ শাখার কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাতে বিল না নেয়ায় উল্লে¬¬খিত গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছে। এনিয়ে গ্রাহকরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করেও এ হয়রানির কোন প্রতিকার পাননি। গতকাল বেশ কিছু গ্রাহক ওই শাখায় জরিমানা ছাড়া বিদ্যুৎ বিল দিতে গেলে ক্যাশিয়ার মোনারুল ইসলাম তা নিয়ে উল্টো দুর্ব্যবহার করে ব্যাংক থেকে গ্রাহকদের তাড়িয়ে দিয়েছে। এতে গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করলে ওই শাখার সেকেন্ড অফিসারের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। এরপর বাধ্য হয়ে তারা প্রায় দেড় কি.মি দুরে বিদ্যুৎ উপকেন্দ্রে গিয়ে বিল প্রদান করে। অহেতুক হয়রানির ব্যাপারে পল্ল¬¬ী বিদ্যুৎ সমিতিও রাকাব শাখাটির কর্তৃপক্ষের উপর অসন্তোষ প্রকাশ করেছে।
এব্যাপারে বিদ্যুৎ উপকেন্দ্রের এজিএম আল হেলাল বলেন, দীর্ঘদিন ধরে শাখাটি বিদ্যুৎ বিল নিতে হেয়ালীপনা করছে। এ কারণে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন। বিষয়টি বারংবার রাকাবকে অবগত করলেও তারা শুনছে না। বাধ্য হয়ে গ্রাহকরা উপেেজলা সদর থেকে ১ কি.মি দুরে উপকেন্দ্রে এসে বিল প্রদান করছেন।
ক্ষুব্ধ গ্রাহক লাল মিয়া, সাইদুর, লুৎফর রহমান মন্ডল, কলিম উদ্দিন, আজাদুল, সেকেন্দার বলেন, ব্যাংক ক্যাশিয়ার বিল নিতে অস্বীকার করে আমাদের দেখে নেয়ার হুমকি প্রদান করে সে দুর্ব্যবহার করে ব্যাংক থেকে আমাদের বের করে দেয়।
ওই শাখার ক্যাশিয়ার মোনারুল ইসলাম সাংবাদিকদের জানান, আপনাদের যা করার আছে আপনারা তা করতে পারেন। শাখাটির ম্যানেজার তোফাজ্জল হোসেন বলেন, ক্যাশিয়ার নতুন মানুষ। তাছাড়া উচ্চ শিক্ষিত (এমবিএ করা)। চাকরি না পাওয়ায় ক্যাশিয়ারের চাকরি করছে। হয়তো অন্য চাকরি পেলে চলে যাবে।

পুরোনো সংবাদ

রংপুর 1446398613482007745

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item