ডোমারে ভূয়া খারিজ দিয়ে গৃহবধুর জমি বিক্রির অভিযোগ। এখন দখলের পায়তারা

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে কিছু অসাধু চক্রের বিরুদ্ধে ভূয়া খারিজ দিয়ে এক গৃহবধুর জমি বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। চক্রটি প্রভাবশালী হওয়ায় তারা এখন জমি জবরদখলের পায়তারা করছে বলে ভূক্তভোগী জানিয়েছে। নিরুপায় গৃহবধু প্রতিকারের দাবীতে মামলা করায়, প্রতিপ নানাভাবে হুমকি দিচ্ছে বলে তার স্বামী প্রদিপ শর্ম্মা জানিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা মাষ্টার পাড়া গ্রামে। সরেজমিনে যানাযায়, উক্ত গ্রামের মৃত নরেন্দ্র নাথ বিএসি’র জীবতদশায় তার ৪র্থ কন্যা অসিমা রায় কে উইল মূলে ৫৩ শতক জমি দান পত্র করেন।
এর পর থেকে সে উক্ত জমি ভোগ দখল করছে ।  কিন্তু এলাকার একটি কুচক্রী মহলের লোলুপ দৃষ্টি পড়ে অসিমা রায়ের ওই ৫৩ শতক জমিতে।  এরই ধারাবাহিকতায়  ওঢ(১)১৮১৬/১৪-১৫ খারিজ মোকাদ্দমার কোন আদেশ না থকলেও  উক্ত খারিজ নম্বর ব্যাবহার করে মৃত নরেন্দ্র নাথ বিএসির স্ত্রী রেবতী রায়কে ভূল বুঝিয়ে গোপনে রুহিত রায়(ভোলা),চরিত্র রায়,প্রফুল্ল রায়, লেবুয়া রায়, দয়াল চন্দ্র রায়,রমনাথ রায়, সুরেষ অধিকারী,মতিলাল রায়,ভূপতি অধিকারীর যোগসাজসে মৃত প্রসন্ন কুমার রায়ের পুত্র দয়াল চন্দ্র রায় মাষ্টার ও মৃত খগেন্দ্রনাথ রায়ের পুত্র চরিত্র রায়ের নামে ১৫২৮ও ১৪৯২ নং ২টি দলিল করে দেয়। উক্ত দলিল মূলে এলাকার প্রভাবশালী কু-চক্রি বাদীর রোপিত ৯০টি ইউক্যালিপটাস গাছ কেটে রাতের অন্ধকারে দখলের চেষ্টা চালায়। এতে বাঁধা দিতে গেলে তারা বাদী ও তার স্বামীকে মারধর ও লাঞ্চিত করে।  পরে অসিমা রায় বিভিন্ন মহলে ধর্ণা দিয়ে কোন প্রতিকার না পেয়ে শেষে ১০জনের নাম উল্লেখ করে ডোমার থানায় মামলা নং-০৪তারিখ ০৩/০৭/১৫ দায়ের করেন। মামলার বাদিনী অসিমা রায় বলেন, বাবার মৃত্যুর পর হইতে এলাকার কুখ্যাত বিবাদীগণ আমাদের জোত জমি ভুয়া কাগজ পত্র তৈরী করে আতœসাৎ করার পায়তারা করছে। সে সংশ্লিষ্ট কর্তৃপরে নিকট বিষয়টির তদন্ত করে আশু সমাধানের জোর দাবী জানান। এবিষয়ে বিবাদীগণের কাছে জানতে চাইলে তারা সকল অভিযোগ অস্বিকার করে।

পুরোনো সংবাদ

নীলফামারী 5518603765083956457

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item