পানির নিচে আমন ক্ষেত,পীরগাছায় ভেসে গেলো ২ কোটি টাকার মাছ, যোগাযোগ বিচ্ছিন্ন ৫০টি গ্রাম

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস :

রংপুরের পীরগাছায় গত কয়েক দিনে অবিরাম বর্ষণে তলিয়ে গেছে ঘরবাড়ি ও ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছ। সেই সাথে রোপা আমন ক্ষেতও রয়েছে ২/৩ ফিট পানির নিচে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৫০টি গ্রামের চলাচলের রাস্তাঘাট। পানির নিচে রোপা আমন ক্ষেত, বাড়িঘর ও ভেসে যাওয়া ২ কোটি টাকার পুকুর ও মৎস্য খামারের মাছ হারিয়ে দিশেহারা সাধারন কৃষকরা।
সরেজমিনে পীরগাছা উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চারিদিকে থই থই পানি আর পানি।
বাড়ি ঘরে পানি ঢুকে ও গ্রামের রাস্তা ঘাট ডুবে গিয়ে অসহায় হয়ে পড়েছে সাধারন মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। অবিরাম বর্ষনে ফলে ৫ হাজার ৫শ’ হেক্টর জমির রোপা আমন ক্ষেত ২/৩ ফিট পানির নিচে তলিয়ে যায়। ভেসে যায় প্রায় সাড়ে ১৪শ টি পুকুর-ডোবা ও মৎস্য খামার। এতে করে ভেসে যায় প্রায় ২ কোটি টাকার মৎস্য সম্পদ। আকস্মিক ভারী বর্ষনে বিভিন্ন এলাকার প্রায় ৫০টি গ্রামের চলাচলের রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। উপজেলার অন্নদানগর ইউনিয়নের মৎস্য চাষী আব্দুল মালেক, ছাওলার আব্দুল হাকিম, পীরগাছার আবুল কালাম আজাদ, পারুলের আব্দুল হান্নান মন্ডল জানান, ব্যাংক ঋণ নিয়ে মৎস্য চাষ করেছিলাম। অনেক আশা ছিলো মাছ বিক্রি করে ঋণ পরিশোধ করে সংসারের উন্নতি করবো। কিন্তু সে আশায় গুড়েবালি। অবিরাম ভারী বর্ষনের ফলে খামারে মাছ ভেসে যাওয়ায় সে স্বপ্ন আর পুরণ হলো না। বরং ব্যাংক ঋন মাথায় বোঝা হয়ে রইল। এব্যাপারে পীরগাছা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্চয় ব্যানাজি ও কৃষি কর্মকর্তা জাহেদুল হক চৌধুরী  জানান, আমরা গত ২ দিন ধরে বিভিন্ন এলাকায় ঘুরে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে কর্তৃপক্ষকে অবগত করেছি।

পুরোনো সংবাদ

রংপুর 1251335515865099879

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item