জলঢাকায় পেয়াজের ঝাঁঝের সাথে বাড়ছে সবজির দাম

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি ঃ
নীলফামারীর জলঢাকায় পেয়াজের ঝাঁঝের সাথে বেড়েছে বিভিন্ন সবজির দাম। এক সপ্তাহ আগের তুলনায় দাম বেড়েছে অনেক বেশী। চাহিদার চেয়ে উৎপাদন ও আমদানী কম হওয়ায় এমনটা হয়েছে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।
গত সপ্তাহে প্রতি কেজি পেয়াজের দাম ছিল ৩০ টাকা ৭ দিনের ব্যবধানে সেই পেয়াজের দাম বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা দরে। অন্য দিকে আলু ৩৫ টাকা বেগুন ৩০ টাকা, করলা ৩৫, কচু ২৫ টাকা পটল ৩০টাকা, ঢেড়শ ৩০ টাকা মুলা ৩৫ টাকা চিচিঙ্গা ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় ৫-১০ টাকা বেশী, ক্রেতা হাসানুজ্জামান সিদ্দিকী জানান, গত সোমবার পেয়াজ কিনেছি ৩৫ টাকায় সেই পেয়াজ আজ ৫৫ টাকায় কিনলাম, ২০ টাকা পটল ৩০ টাকায়, সবজি বিক্রেতা আবেদ আলী জানান প্রচন্ড রোদের কারনে তে মরে যাচ্ছে। তাই দাম বেশী। আর ভারতের পেয়াজ আসছে কম, আর দেশী পেয়াজ যারা মজুদ করে রেখেছে তারা বেশী মুনাফা ছাড়া বিক্রি করছে না। তাই দাম বেড়েছে। 


পুরোনো সংবাদ

নীলফামারী 7066711706299996245

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item