“বিলুপ্ত সিটমহলবাসী ১০টাকায় ব্যাংক হিসাব খুলতে পারবে”

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,জেলা প্রতিনিধি,পঞ্চগড়ঃ
সদ্যবিলুপ্ত সিটমহলবাসীদের ১০ টাকায় ব্যাংক হিসাব খোলা এবং ঋণ সুবিধা প্রদানের আশ্বাস দিলেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার খুরশিদ আলম।
সোমবাব দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার অভ্যন্তরে সদ্য যুক্ত হওয়া ভারতীয় কাজলদিঘী,বেউলা ডাঙ্গা, নাটোকটোকা-১, নাটোকটোকা-২,বালাপাড়া,কোটভাজনি, দহলা খাগড়াবাড়ী সিটমহলের সদ্য বাংলাদেশী নাগরিকদের সঙ্গে দহলা খাগড়াবাড়ী সিটমহলের  হাজী পাড়ায় মতবিনিময়ে এ সব কথা বলেন খুরশিদ আলম।

বাংলাদেশ ব্যাংকের রংপুর জেনারেল ম্যানেজারের নেতৃত্বে ১৫ সদস্যের এশটি প্রতিনিধি দল ওই মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।
নতুন বাংলাদেশীদের কল্যাণে মতবিনিময় সভায় জেনারেল ম্যানেজার খুরশিদ আলম বলেন, ‘দীর্ঘ ৬৮ বছর পর হলেও সিটমহল শব্দটি এখন মুছে গেছে। আপনারা সদ্য নতুন বাংলাদেশী হিসেবে ১০ টাকায় যে কোন ব্যাংকে হিসাব খুলতে পারবেন।টাকা-পয়সা লেনদেন করতে পারবেন। এ ছাড়াও আপনারা ঋণসুবিধাও নিতে পারবেন। প্রয়োজনে জাতীয় পরিচয়পত্রের বিকল্প অন্যকিছু দিয়ে হলেও দ্রুত ব্যাংকিং চ্যানেলের আওতায় আনা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের জনতা ব্যাংক লিঃ এর জেনারেল ম্যানেজার আকরাম হোসেন, পঞ্চগড়ের রাজশাহী কৃষি ব্যাংকের জোনাল ম্যানেজার তহিদুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.স.ম. নুরুজ্জামান সহ ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার এবং দেবীগঞ্জ উপজেলার অন্যান্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা

পুরোনো সংবাদ

পঞ্চগড় 2850634998200761967

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item